এই মুহূর্তে




আবারও বিপত্তি বউবাজারে, মাটির নিচ থেকে জল বেরোচ্ছে দুর্গা পিতুরি লেনে

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই জানা গিয়েছিল কলকাতার East West Metro Rail প্রকল্পের সম্পূর্ণ অংশে আগামী বছরের মার্চ থেকেই পরিষেবা চালু হয়ে যাবে। অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাস থেকেই হাওড়া ময়দান থেকে এক মেট্রোয় চড়েই পৌঁছে যাওয়া যাবে ধর্মতলা, শিয়ালদা হয়ে সল্টলেক সেক্টর ফাইভে। কিন্তু এদিন অর্থাৎ শুক্রবার সেই সম্ভাবনা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলে আবার সেই বউবাজার(Bowbazaar)। কেননা দুর্গা পিতুরি লেনে(Durga Pituri Lane) নতুন করে মাটির নিচ থেকে জল বেরোচ্ছে। তার জেরে এলাকায় বাসিন্দাদের বাড়ি নতুন করে খালি করতে বলা হয়েছে। সবাই একে একে তাই বাড়ি খালি করছেন। তাঁরা স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দের অফিসের সামনে বসে আছেন। কেএমআরসিএল(KMRCL) আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। একই সঙ্গে এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন, 3D Mapping’র পরেও সেমিনার রুমে মেলেনি সঞ্জয় ও নির্যাতিতার Foot Print

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ইস্টওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল দেখা যায়। সেই জল কোথা থেকে এল সেই অনুসন্ধানে নেমেই দেখা যায় মাটির নীচ থেকে সেই জল বার হচ্ছে। তারপরেই তড়িঘড়ি পদক্ষেপ করা হয়। মেট্রোর আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখে এলাকার ১১ টি বাড়ি ফাঁকা করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই বাড়িগুলোর মোট ৫২ জন বাসিন্দাকে হোটেলে সরিয়ে দেওয়া হয়েছে। মেট্রোর আধিকারিকেরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষন করা হবে। তার পর বাসিন্দাদের ফেরানো নিয়ে সিদ্ধান্ত হবে। তবে এবারের পরিস্থিতি পূর্বের মতো ভয়াবহ নয় বলেই দাবি মেট্রোর আধিকারিকদের। উল্লেখ্য, মেট্রোর কাজে জন্য লিকেজ ও বাড়িতে ফাটল বউবাজারের দুর্গা পিতুরি লেন ও সংলগ্ন এলাকার বাড়িগুলোর ক্ষেত্রে নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার ওই এলাকার বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বাসিন্দাদের অন্যত্র সরানোও হয়েছিল। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতার সিপি, মেট্রো রেল কর্তৃপক্ষ এলাকা পরিদর্শন করেছিলেন। আর্থিক সাহায্যও করা হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতে পুজোর মুখে ফের আতঙ্কের ছবি হাজির বউবাজারে।

আরও পড়ুন, সিভিক ভলান্টিয়ারদের দৌরত্ম্যে টানা ৭২ ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক রাজ্যে

তবে এই ঘটনার জেরে এখন স্থানীয় বাসিন্দারা যেমন আতঙ্কে রয়েছেন, তেমনি তাঁদের ক্ষোভও বাড়ছে। মেট্রোর কাজ ঘিরে বার বার বিপত্তি দেখা দিচ্ছে বউবাজার দুর্গা পিতুরি লেনে। গত মাসের ২৬ তারিখ থেকে এ মাসের ৫ তারিখ পর্যন্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু গত সোমবার ফের বাসিন্দাদের নিয়ে আসা হয়। স্থানীয়দের বক্তব্য, মেট্রোর কাজের জন্য বৃহস্পতিবার মাঝরাতে তাঁদের আবার হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বারবার ঘরে ফেরা, আবারও ঘর ছেড়ে যাওয়া নিয়ে দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের মধ্যে বাড়ছে ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত নোটিস দেওয়া ছিল অন্যত্র থাকার জন্য। কিন্তু ২ তারিখই ঠিকানায় ফেরানো হয়। তাঁদের বক্তব্য, কেন তিন দিন আগে আনা হল, কেনই বা আবারও ঘরছাড়া হতে হচ্ছে? তাঁদের প্রশ্ন, একেবারে কাজ শেষ করার পর কেন আনা হচ্ছে না? কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের তরফে জানানো হয়েছে, ৫টি বিল্ডিংয়ের ৫২ জন বাসিন্দাকে অন্যত্র সরানো হয়েছে। ৪৮ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তারপর ফিরিয়ে নিয়ে আসা হবে বাসিন্দাদের।

আরও পড়ুন, মাঝরাতে টালা থানার OC বদল, আর সকালে সন্দীপের দুয়ারে হাজির ED

২০১৯ সাল থেকে ২০২৪। গত পাঁচ বছরে বারবার এই বউবাজার সংলগ্ন দুর্গাপিতুরি লেনে মেট্রোর কাজ নিয়ে নানা বিপত্তির সৃষ্টি হয়েছে। ৯ নম্বর দুর্গাপিতুরি লেনে হাওড়া থেকে শিয়ালদহগামী মেট্রোর লাইনের কাজ চলছে। আর সেখানেই ক্রস প্যাসেজের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। সরানো হয়েছে এখানকার বাসিন্দাদেরও। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘এ যে কী দুর্ভোগ যাদের হয় তারাই বোঝে। দু’দিন বাদে বাদে শিফ্ট করা সত্যিই কি খুব সহজ? মাঝরাতে শিফ্ট করতে হলে যা যা ভোগান্তি হয়, আমাদেরও হচ্ছে।’ মেট্রো সূত্রে খবর, দুর্গা পিতুরি লেনে দু’টি টানেলকে যেখানে যুক্ত করা হচ্ছে, তারই মাঝখান থেকে ওই পাইপের মধ্যে দিয়ে জল বেরোতে দেখা যায়। যদিও জলের স্রোতের গতিবেগ অত্যন্ত কম ছিল বলেই সূত্রের খবর। যা নিয়ে আশঙ্কার কিছু নেই বলেই দাবি করেছেন কেএমআরসিএলের কর্তারা। স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, ‘২০১৯ থেকে ঘটে চলেছে এই ঘটনা। যখনই এই ঘটনা ঘটছে সকলে বলছে আর হবে না। ৫ বছর শেষ হয়ে ৬ বছর হয়ে গেল, কেউ তো দায়িত্বই নিচ্ছে না। ওরা বলল কাজ হয়ে গিয়েছে ফিরে এসো। রোগীকে ফিট সার্টিফিকেট দিয়ে হাসপাতাল ছেড়ে দিল, বাড়ি ফিরেই পেশেন্ট মরে গেল। যা বোঝায়, এখানেও তাই চলছে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জুনিয়র চিকিৎসকদের ‘শর্ত’ না চাপিয়ে খোলা মনে আলোচনার ডাক মুখ্যসচিবের

ভিড় সামাল দিতে সময়সূচি বদল হাওড়া ময়দান- এসপ্ল্যানেড মেট্রোর

নিরাপত্তার স্বার্থে সন্দীপকে সরানো হল অন্য সেলে

আলোচনার জন্য জুনিয়র চিকিৎসকদের নবান্নে ডাকলেন মুখ্যসচিব

আলোচনায় বসতে প্রস্তুত, একাধিক শর্ত দিলেন জুনিয়র চিকিৎসকেরা

টানা ২০ মিনিট হাওড়ায় দাঁড়িয়ে মেট্রো, বিপাকে যাত্রীরা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর