বিশ্ববিদ্যালয়ে 'টুম্পা সোনা' গানে নাচ, সাসপেন্ড পাঁচ টিএমসিপি সদস্য
Share Link:

নিজস্ব প্রতিনিধি: 'টুম্পা সোনা' গান আজ জনপ্রিয়। 'রেস্ট ইন প্রেম' ছবির এই গানে আট থেকে আশি আজ কোমড় দোলায়। আর এই গান চালিয়েই শাস্তির মুখে পড়তে হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কিছু সদস্যকে।
সরস্বতী পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের মধ্যেই 'টুম্পা সোনা' গান চালানোর ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় বেশ কিছু পড়ুয়া সেই গানে কোমড় দোলাচ্ছে। যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। উষ্মা প্রকাশ করেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়। এরপরই আজ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি সিন্ডিকেট জানিয়ে দেয়, সরস্বতী পুজোর দিন যাদের উদ্যোগেই এই ঘটনা ঘটেছে তাঁদের শাস্তি দেওয়া হবে।
আর শাস্তি স্বরূপ, আগামী দু’বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের পাঁচ সদস্যকে। এদের মধ্যে কয়েকজন প্রাক্তন ও বর্তমান ছাত্র এবং টিএমসিপির নেতাও রয়েছেন বলে জানা গিয়েছে। সাসপেন্ড হওয়া বর্তমান ছাত্ররা ক্যাম্পাসে আগামী দু'বছর ঢুকতে পারবে না। বাড়ি থেকেই ক্লাস করে শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে।
এই ঘটনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'আগামী দু'বছর বিশ্ববিদ্যালয়ের কোনও ক্যাম্পাসে ওই ৫ জন ঢুকতে পারবে না।' সরস্বতী পুজোর দিন ক্যাম্পাসের ভিতর 'টুম্পা সোনা' গানের চটুল নাচের ভিডিও ভাইরাল হয়। একাধিক সংবাদমাধ্যমে সেই ফুটেজ দেখানো হয়। যার ফলে শিক্ষাবিদদের মধ্যে তীব্র সমালোচনার ঝড় ওঠে। আর এরপরেই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়। আর সেই কমিটির ভিত্তিতেই ওই পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। সাসপেন্ড হওয়া পাঁচজনের নাম মণিশংকর মণ্ডল, রাজা মাণ্ডি, দেবর্ষি রায়, তীর্থপ্রতীম সাহা এবং রনি ঘোষ। যার মধ্যে মণিশংকর মণ্ডল হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা।
সরস্বতী পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের মধ্যেই 'টুম্পা সোনা' গান চালানোর ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় বেশ কিছু পড়ুয়া সেই গানে কোমড় দোলাচ্ছে। যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। উষ্মা প্রকাশ করেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়। এরপরই আজ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি সিন্ডিকেট জানিয়ে দেয়, সরস্বতী পুজোর দিন যাদের উদ্যোগেই এই ঘটনা ঘটেছে তাঁদের শাস্তি দেওয়া হবে।
আর শাস্তি স্বরূপ, আগামী দু’বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের পাঁচ সদস্যকে। এদের মধ্যে কয়েকজন প্রাক্তন ও বর্তমান ছাত্র এবং টিএমসিপির নেতাও রয়েছেন বলে জানা গিয়েছে। সাসপেন্ড হওয়া বর্তমান ছাত্ররা ক্যাম্পাসে আগামী দু'বছর ঢুকতে পারবে না। বাড়ি থেকেই ক্লাস করে শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে।
এই ঘটনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'আগামী দু'বছর বিশ্ববিদ্যালয়ের কোনও ক্যাম্পাসে ওই ৫ জন ঢুকতে পারবে না।' সরস্বতী পুজোর দিন ক্যাম্পাসের ভিতর 'টুম্পা সোনা' গানের চটুল নাচের ভিডিও ভাইরাল হয়। একাধিক সংবাদমাধ্যমে সেই ফুটেজ দেখানো হয়। যার ফলে শিক্ষাবিদদের মধ্যে তীব্র সমালোচনার ঝড় ওঠে। আর এরপরেই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়। আর সেই কমিটির ভিত্তিতেই ওই পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। সাসপেন্ড হওয়া পাঁচজনের নাম মণিশংকর মণ্ডল, রাজা মাণ্ডি, দেবর্ষি রায়, তীর্থপ্রতীম সাহা এবং রনি ঘোষ। যার মধ্যে মণিশংকর মণ্ডল হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা।
More News:
25th February 2021
রাত দুপুরে চুরি! বিরল ৩টি পাখি উধাও আলিপুর চিড়িয়াখানা থেকে
25th February 2021
'দু'-একটাকা দাম বাড়লে কিছু যায় আসেনা,' জ্বালানির দামবৃদ্ধি প্রসঙ্গে দিলীপ
25th February 2021
25th February 2021
25th February 2021
'শারীরিক হেনস্থা করেছে, অন্য চোখে দেখত রাকেশ,' বিস্ফোরক পামেলা
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
Leave A Comment