এই মুহূর্তে

পাইকারি বাজারে আলুর দাম কমলেও মানিকতলা বাজারে বেশি দামে বিকোচ্ছে কাঁচামাল

নিজস্ব প্রতিনিধি: পাইকারি বাজারে আলুর দাম অনেক কমে গিয়েছে। অথচ খোলা বাজারে খুচরো বিক্রেতারা অনেক জায়গাতেই বেশি দামে আলু কিনে ত্রিশ টাকা বা তার থেকে অধিক দামে আলু বিক্রি করছে। বৃহস্পতিবার উত্তর কলকাতার মানিকতলা বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এই প্রতিক্রিয়া জানান টাক্স ফোর্সের সদস্যরা।মানিকতলা বাজারে(Manicktala Market) বৃহস্পতিবা বাজার দর খতিয়ে দেখতে হাজির হন টাস্ক ফোর্সের সদস্যরা। একদিকে বিয়ের মরসুম চলছে, অপরদিকে শীতের শুরু থেকেই আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা থেকে শাক-সবজি সমস্ত কিছুর দামই ঊর্ধমুখী। শুধু মরশুমি সবজিই নয়, মাছ-মাংস, এমনকি ডিমের দামও আকাশছোঁয়া। কাটা মাছ থেকে গোটা মাছ, মুরগির মাংস থেকে পাঁঠার মাংস সবই দিয়ে দাম ঊর্ধ্বমুখী।

যদিও তাৎপর্যের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে(Rabindranath Kolley) দাবি করেন রিজার্ভ ব্যাংকের সম্প্রতি গোটা দেশে মূল্যবৃদ্ধি নিয়ে যে পরিসংখানের হিসাব প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির হার সবচেয়ে কম গোটা দেশের মধ্যে। এর জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন প্রতিনিয়ত খোলা বাজার গুলিতে নজরদারি চালানোর ফল মিলেছে ।উত্তর থেকে দক্ষিণ, কলকাতার সমস্ত বাজারগুলিতে টাস্ক ফোর্সের সদস্যরা বারবার অভিযান চালাচ্ছেন। কিন্তু কোনওভাবেই নিত্যপ্রয়োজনীয় সবজির দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এমনটাই মনে করেন আমজনতা। টাক্স ফোর্সের(Tusk Force) সদস্যরা মূলত কলকাতা শহরের বাজারগুলি পরিদর্শন করছে। কিন্তু কলকাতা লাগোয়া বাগুইআটি, কেষ্টপুর অথবা ব্যারাকপুর কিম্বা হাওড়া অথবা হুগলী জেলার শহরতলীর বাজার গুলিতে যেমন খুশি দামে আলু থেকে পেঁয়াজ, আদা থেকে রসুন, শাকসবজি, মাছ, মাংস, ডিম তার মূল্য বৃদ্ধি ঘটাচ্ছেন খুচরো ব্যবসায়ীরা।

সেখানে কোন নজরদারি নেই বলে অভিযোগ জেলার আমজনতার। বৃহস্পতিবার মানিকতলা বাজারে আলু, পিঁয়াজ ও সবজির দাম খতিয়ে দেখলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে, কমল দেব সহ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। ব্যবসায়ী ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা। কিন্তু বারবার অভিযোগ উঠছে টাক্স ফোর্সের সদস্যরা বাজারে হানা দিলে তখন ব্যবসায়ীরা যে মরলে জিনিসপত্র বিক্রি করছে তারা সেখান থেকে চলে গেলেই জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটে যাচ্ছে চোখের পলকে। ফলে বাজার করতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে আম জনতাকে। টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এক লুকোচুরি খেলা চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ওয়ার্ডের বাইরে জড়ো ‘রিঙ্গার ল্যাকটেট’, নিষিদ্ধ স্যালাইন বাতিলের কাজ শুরু এসএসকেএমে

নব নালন্দা স্কুলে কাচ ভেঙে আহত পড়ুয়া, অভিভাবকদের সঙ্গে মঙ্গলেই বৈঠকে কর্তৃপক্ষ

বিয়ের মরসুম শুরুর মুখে ৮১ হাজার ছুঁইছুঁই সোনা, আমজনতার কপালে চিন্তার ভাঁজ

‘বিষাক্ত’ স্যালাইন-কাণ্ড গড়াল কলকাতা হাইকোর্টে, দায়ের জনস্বার্থ মামলা

সাত সকালে নব নালন্দা স্কুলে কাচ ভেঙে আহত তিন পড়ুয়া, বিক্ষোভ অভিভাবকদের

ধেয়ে আসছে বড় দুর্যোগ, একাধিক রাজ্যে ঝড়ো হাওয়া, তুষারপাত ও ভারী বৃষ্টির সতর্কতা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর