এই মুহূর্তে




সল্টলেকে অতিরিক্ত দামে আলু বিক্রি হচ্ছে, সতর্ক করল টাস্ক ফোর্স




নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আলুর দাম যে হারে বেড়েছে আলু ব্যবসায়ীদের লাগাম টানতে নেমে পড়েছেন টাস্ক ফোর্স সদস্যরা । টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে অভিযোগ করেন, সল্টলেকে অতিরিক্ত দামে আলু বিক্রি হচ্ছে। ২৬ থেকে ২৭ টাকা কিলোতে আলুর দাম এসে দাঁড়িয়েছে পাইকারি বাজারে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে কিলো প্রতি ৩৫ টাকা করে আলু বিক্রি করছেন। এবার রাজ্য সরকার এইসব আশা দুবার ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে। নির্দিষ্ট ভাবে মামলা দায়ের হবে। গ্রেপ্তার হবে। সারা বছর আদালত আর পুলিশের দরজায় দৌড়াতে হবে। এসব চাই না বলে বার বার সাবধান করছি। না শুনলে এবার জেলে ঢুকতে হবে। স্পষ্ট হুমকি টাস্ক ফোর্সের(Tusk Force)।

মঙ্গলবার সকালবেলায় উত্তর কলকাতার উল্টোডাঙ্গা(Ultadanga) পাইকেরি বাজারে হানা দেন টাস্ক ফোর্স সদস্য রবীন্দ্রনাথ কোলে। তার সঙ্গে ছিলেন উল্টোডাঙ্গা থানার পুলিশকর্তারা । এ ছাড়া উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের(EB) অফিসাররা।আলু ব্যবসায়ীদের জানতে চাইলেন আজকের আলুর দাম কত? যারা ন্যায্য বলছেন তাদেরকে কিছু বলা হচ্ছে না ।তার পাশাপাশি যেই আলু ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করছেন তাদেরকে ওয়ার্নিং এবং সচেতন করা হল। রাজ্য সরকারের দাম অনুযায়ী তাদেরকে আলু বিক্রি করতে হবে বলে সাফ জানান তিনি। না হলে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় পদক্ষেপ নেওয়া হবে এমনটা জানিয়েছেন রবীন্দ্রনাথ কোলে(Rabindranath Koley)। প্রতিটি বাজারে আলু পিঁয়াজ আদা রসুন কি দামে বিক্রি হচ্ছে তা লিখিত আকারে ডিসপ্লে করারও নির্দেশ দেন তিনি। রবীন্দ্রনাথ বাবু জানান শাকসবজির দাম নিয়ন্ত্রণে এসে গিয়েছে। টমেটো, বীমস এগুলোর দাম কমে গিয়েছে। কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর জন্য আলুর দাম কিছুতে কমছে না। সল্টলেকে অতিরিক্ত দামে আলু বিক্রি করা হচ্ছে। এসব চলবে না।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আলু বিক্রি করতে হবে সঠিক দামে। রবীন্দ্রনাথ বাবু জানান তার সঙ্গে উড়িষ্যা থেকে যোগাযোগ করা হয়। সেখানে ভুল বার্তা গিয়েছে। সেখানকার এক মন্ত্রী বললেন তারা পশ্চিমবঙ্গ থেকে আর আলু নেবেন না। আমরা জানিয়ে দিয়েছি মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রিত হলে তিনি যথারীতি এ রাজ্য থেকে ভিন রাজ্যের আলু রপ্তানি করাবেন। বিশ্বের মধ্যে পশ্চিমবঙ্গে আলু উৎপাদনে দ্বিতীয়। সেখানে রাজ্যের মানুষ কেন অতিরিক্ত দাম দিয়ে আলু(Potato) কিনবেন? তাই মুখ্যমন্ত্রী (CM)বলেছেন, যতক্ষণ না রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রিত হচ্ছে ততক্ষণ রপ্তানি হবে না। তার মানে এই নয় পুরোপুরি রপ্তানি বন্ধ। আলুর দাম নিয়ন্ত্রণে আনতে টাক্স ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ লাগাতার অভিযান চালাবে বলে জানা গিয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজপথে জনতার আন্দোলনের ঢেউয়ে জৌলুশ হারিয়েছে রবিবারের পুজোর মার্কেট

আরজি কর কাণ্ডে মহানগরীর পথে ‘ইনসাফ’ চেয়ে রিক্সা চালকদের প্রতিবাদ মিছিল

আরজি কর কাণ্ডের তদন্তে আমজনতার সাহায্য চাইল সিবিআই

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের জেরে বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ

‘এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’, জহরকে নিশানা সৌগতের

‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন,’ নাম না করেই জহর-সুখেন্দুকে নিশানা দেবাংশুর

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর