-273ºc,
Saturday, 3rd June, 2023 2:45 am
নিজস্ব প্রতিনিধি: শিয়ালদা স্টেশনের কাছেই অবস্থিত আর আহমেদ ডেন্টাল কলেজে এবার করোনার থাবা। সূত্রের খবর, কলেজের অধ্যক্ষ-সহ করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ১২ জন চিকিৎসক। সবাইকে রাখা হয়েছে আইসোলেশনে। তাঁদের সংস্পর্শে আসা মানুষদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে করোনা পরীক্ষার জন্য। সবমিলিয়ে কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমাগত বাড়ছে। উদ্বিগ্ন স্বাস্থ্য কর্তারা বৃহস্পতিবারই বৈঠক করলেন পরিস্থিতি পর্যালোচনা করতে। রাজ্যের চিকিৎসকমহল বরাবরই করোনার তৃতীয় ঢেউ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছেন। কিন্তু কে শোনে কার কথা। প্রথমে পুরভোটের প্রচার, এরপর বড়দিনের বেসামাল ভিড়। বিশেষজ্ঞরা বলছেন এর জেরেই রাজ্যে করোনার বাড়বাড়ন্ত।
যদিও বৃহস্পতিবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এখনই লকডাউনের পথে হাঁটবে না রাজ্য। তবে কড়া কোভিডবিধি ফিরেয়ে আনবেন। কিন্তু চিকিৎসক মহলের আশঙ্কা অন্য জায়গায়। করোনার নয়া ঢেউ যদি আরও বেশি ভয়াল রূপ ধারণ করে তবে তা সামাল দেওয়ার মতো পরিকাঠামো আছে তো? কারণ ইতিমধ্যেই চিকিৎসক ও স্থাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে। অনেকে টিকা নিয়েও ফের আক্রান্ত হচ্ছেন। এর সঙ্গে দোসর হয়েছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। যা আরও বেশি সংক্রমক। কলকাতায় বুধবার যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা যেখানে ৫৪০ ছিল, সেখানে গত ২৪ ঘণ্টায় তা দ্বিগুণের বেশি হয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ১০৯০ জনে। উত্তর ২৪ পরগনা জেলাতেও দৈনিক সংক্রমণ বড় লাফ দিয়েছে। এরমধ্যেই শিয়ালদার আর আহমেদ ডেন্টাল কলেজের ১২ জন চিকিৎসক করোনা আক্রান্ত হলেন। ফলে চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়ছে।