এই মুহূর্তে

পুরযুদ্ধ: শহরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে বসবে ২০০টি পাম্প

নিজস্ব প্রতিনিধি: ভারী বৃষ্টি হলে কলকাতার একাংশ যাতে জলনগরী হয়ে না ওঠে, তার জন্য বসবে ২০০টি অতিরিক্ত পাম্প।

শনিবার মহারাষ্ট্র নিবাসে আসন্ন পুরনির্বাচনে ঘাসফুল শিবিরের প্রকাশিত ইস্তেহারে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তিলোত্তমাকে আরও সুন্দর করে তোলার। পাশাপাশি, বিগত দিনে পুরসভা শহরের বুকে ঘটে যাওয়া বিপর্যয়ের মোকাবিলা কীভাবে করা হয়েছে, ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে সেকথাও তুলে ধরা হয়েছে।

ভারী বৃষ্টি হলে শহরের একাংশ জলমগ্ন হয়ে ওঠে। দক্ষিণ কলকাতার পাশাপাশি উত্তর কলকাতার একাধিক রাস্তায় জল দাঁড়িয়ে যায়। সেই জল ভেঙেই চলে যাতায়াত। কিন্তু শহরের নিকাশি ব্যবস্থা অত্যন্ত প্রাচীন হওয়ায় সেই ব্যবস্থার বদল করা কার্যত অসম্ভব। কারণ, বেশ কিছু বাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার নতুন মেট্রো প্রকল্পের কাজ চলার সময় শহর সাক্ষী ছিল এই ঘটনার। তাই, কলকাতা পুরনিগম সেই নিকাশী ব্যবস্থা বহাল রেখেই অতিরিক্ত পাম্প বসানোর সিদ্ধান্ত নিয়েছে।  

ইস্তেহারে কলকাতা পুরসভার সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মহারাষ্ট্র নিবাসে ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে জানান, বিগত পাঁচ বছরে কলকাতা পুরসভার তরফ থেকে যে সব প্রকল্প নেওয়া হয়েছিল, তা নির্ধারিত সময়েই শেষ হয়েছে। কিছু কিছু প্রকল্পের কাজ সময়ের আগেই শেষ করা হয়েছে, যা এককথায় বেনজির বলা যেতেই পারে। আত্ম বিশ্বাসের সঙ্গেই বলেন, গত বিধানসভায় রাজ্যবাসী দুহাত তুলে তৃণমূলকে ভোট দিয়েছে। বিশ্বাস আসন্ন পুরভোটেও এর অন্যথা হবে না। কারণ, পুরসভার কাজ এবং সাফল্য মানুষের চোখে পড়েছে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বরাহনগরের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা

সোমবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে

কলকাতায় নতুন ছবির শুটিংয়ে এলেন কাজল ও রণিত রায়, যাবেন বোলপুরেও

স্বপনে জেরবার বিজেপি, বারাসত হয়ে যাচ্ছে আসানসোল

রাজ্যের চাহিদা অনুযায়ীই কেরোসিন বরাদ্দ করবে কেন্দ্র, নির্দেশ হাইকোর্টের

‘বাংলাবিদ্বেষী বিজেপি বাংলার সংস্কৃতিকে উপহাস করছে’, তৃণমূলের আক্রমণে অস্বস্তিতে বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর