-273ºc,
Saturday, 3rd June, 2023 3:56 am
নিজস্ব প্রতিনিধি: রাশিয়ার সেনাদের প্রায় হাতের মুঠোয় চলে গিয়েছে ইউক্রেন। সীমান্ত ঘিরে ইউক্রেনের রাষ্ট্রপতিকে নতজানু হতে বাধ্য করছেন পুতিন। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউক্রেনে আটকে রয়েছে বহু ভারতীয় পড়ুয়ারা। হাড় কাঁপুনি ঠাণ্ডায় ও খিদের জ্বলায় পেট জ্বলছে বহু ডাক্তারি পড়ুয়ার। এই অবস্থায় প্রায় কুড়ি হাজার পড়ুয়াকে দ্রুত ভারতে ফিরিয়ে আনতে মোদিকে অনুরোধ চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার ইউক্রেন ইস্যুতে মোদিকে চিঠি লিখেছেন মমতা। তাতে তিনি বলেছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে যত দ্রুত সম্ভব সমস্ত পড়ুয়াদের ফিরিয়ে আনুন, এর জন্য সাহায্য করতে প্রস্তুর রাজ্যও। ইউক্রেন ইস্যুতে আপনার পাশেই আছে তৃণমূল কংগ্রেসের সরকার।
‘অপারেশন গঙ্গা’ নাম দিয়ে ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারকাজে নেমেছে কেন্দ্র। দফায় দফায় কয়েকশো পড়ুয়া, নাগরিককে ফেরানো হয়েছে। দিল্লি কিংবা মুম্বই বিমানবন্দরে যে সব বাঙালি পড়ুয়াদের ভারত সরকার ফেরাচ্ছে তাঁদের নিখরচায় বিমান বা ট্রেনের টিকিট দিয়ে নিজেদের বাড়ির ঠিকানায় পৌঁছে দেবে পশ্চিমবঙ্গ সরকার। একথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার ইউক্রেন ইস্যুতে পড়ুয়াদের দ্রুত ভারতে ফেরাতে চিঠি লিখে পাশে দাঁড়ানোর আশ্বাস মোদিকে দিলেন মমতা। চিঠিতে মুখ্যমন্ত্রী মোদিকে লিখেছেন, ‘যে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে সমাধানসূত্র বের করতে আপনি একটি সর্বদল বৈঠক ডাকার কথা বিবেচনা করতে পারেন। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত শান্তিপূর্ণ সমাধানের পথে এগনোর দিশা সবাইকে দেখাক।’ ইউক্রেন ইস্যুতে নিঃশর্ত সমর্থন রয়েছে এটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের তরফে ইতিমধ্যেই ‘অপারেশন গঙ্গা’ নামের নতুন প্রজেক্ট তৈরি করা হয়েছে। যার দায়িত্ব দেওয়া হয়েছে চার ক্যাবিনেট মন্ত্রীকে। যারা সমস্ত ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন থেকে ফেরানোর কাজে তদারকি করবেন বলে জানা গিয়েছে।