27ºc, Haze
Sunday, 14th August, 2022 12:45 am
নিজস্ব প্রতিনিধি: মাঝেরহাট ব্রিজের বিপর্যয়ের পর রাজ্যের তরফে বিভিন্ন সেতু ও উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সচেতন থাকতে ও দুর্ঘটনা এড়াতেই এই স্বাস্থ্য পরীক্ষা করে পূর্ত দফতর। তেমনই বৃহস্পতিবার থেকে আগামী ৪ দিন বন্ধ রাখা হবে উল্টোডাঙ্গা উড়ালপুল। এর ফলে ব্যাপক যানজট হবে এলাকায়। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিজের কলকাতামুখী লেন। সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই রাস্তা। সমস্ত গাড়ি ঘুরিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ।
শহরের অন্যতম গুরুত্বপূর্ণ উড়ালপুল হল এটি। স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকায় চাপ বাড়ছে ভিআইপি রোডে। এয়ারপোর্টগামী গাড়িগুলিকে উল্টোডাঙা হাডকো মোড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ইএম বাইপাসমুখী গাড়িগুলি যাচ্ছে উড়ালপুলের নীচ দিয়ে। ফলে তীব্র যানজট বাড়ছে ওই এলাকায়। নিত্যযাত্রীদের ভোগান্তি হলেও উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য এই কাজ করা হয়েছে বলেই জানানো হয়েছে কেএমডিএ-এর তরফে। জানা গিয়েছে, কেএমডিএ-র তরফে উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা হবে।
গতকালই পূর্ত দফতরের তরফে জানানো হয়েছিল, গড়িয়াহাট সেতু ছাড়া পার্কস্ট্রিট, এজেসি বোস রোড, উত্তর কলকাতার লকগেট, দমদম নাগেরবাজারের উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা হবে খুব শীঘ্রই। সেই কারণেই বন্ধ রাখা হবে এই রাস্তা গুলি। পূর্ত দফতরের তরফে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতুর ভারবহন ক্ষমতা পরীক্ষা করার কাজ চলছে দীর্ঘদিন। এর আগে বিদ্যাসাগর সেতুর ভারবহন ক্ষমতা পরীক্ষা করে দেখে পূর্ত দফতর। এর জন্য তৈরি করা হয়েছিল বিশেষজ্ঞদের একটি দল। বিশেষজ্ঞ দলে ছিলেন ইঞ্জিনিয়র, সেতু বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদ। আজ থেকে উল্টোডাঙ্গা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা শুরু করেছে কেএমডিএ।