27ºc, Haze
Friday, 24th March, 2023 9:46 pm
নিজস্ব প্রতিনিধি: ডিএ (DA) এর দাবিতে আন্দোলনকারীদের মঞ্চে বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Nawshad Siddique) ধাক্কা অজ্ঞাত পরিচয় যুবকের। শনিবার ডিএ (DA) এর ধরনামঞ্চে অনশনে সামিল হয়েছেন ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক। সেই মঞ্চে বক্তব্য রাখার সময় আচমকা এক ব্যক্তি উঠে এসে কথা বলতে বলতে তাঁকে ধাক্কা মারে। ঘটনার পর অজ্ঞাত পরিচয় বিশিষ্ট ওই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত আন্দোলনকারীরা।
ডিএ এর দাবিতে আন্দোলনকারীদের মঞ্চে শনিবার সকাল থেকে রয়েছেন ভাঙড়ের বিধায়ক। আন্দোলনকারীদের মঞ্চে দুপুর প্রায় ২:৪৫ নাগাদ মাইক হাতে বক্তব্য রাখছিলেন নওশাদ। সেই সময় এক ব্যক্তি উঠে এসে বিধায়ককে জিজ্ঞাসা করেন, ‘সংখ্যালঘুদের জন্য কী করেছেন?’ জবাবে নওশাদ বলেন, ‘আমি সংখ্যালঘুদের জন্য স্পেসিফিক কিছু করতে চাইছি না। সংখ্যালঘু, সংখ্যাগুরু…’ কথা শেষ করার আগেই নওশাদকে ধাক্কা দেন ওই যুবক। ঘটনার সময়ের ভিডিওতে দেখা যায়, হামলাকারী যুবক নিজের শরীরের কোনও আঘাতের চিহ্ন দেখান। তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন আন্দোলনকারীরা।
অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়েছে, অভিযুক্ত যুবক সংগ্রামী যৌথ মঞ্চের কেউ নন। তবে কেন তিনি নওশাদ সিদ্দিকীর গায়ে হাত দিলেন? সেই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে।ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে থানায় গিয়ে এফআইআর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ময়দান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।