এই মুহূর্তে




আদালতের নিষেধ অমান্য করে নির্যাতিতার ছবি-নাম ব্যবহার, সিবিআই তদন্তের নির্দেশ

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: বহু আগে থেকেই সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশ রয়েছে মহিলাদের ধর্ষণ, গণধর্ষণ, শ্লীলতাহানির ঘটনায় নির্যাতিতার নাম-ছবি-পরিচয় কোনওটাই প্রকাশ্যে আনা যাবে না। কোনও সংবাদমাধ্যমে বা কোনও সংস্থা কিংবা ব্যক্তিগত ভাবেও কেউ নির্যাতিতার নাম-পরিচয়-ছবি সামনে আনতে পারবে না বা তা ব্যবহার করতে পারবে না। তা সত্ত্বেও আর জি কর কাণ্ডে(R G Kar Incident) দেখা গিয়েছে, কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা দায়ের হওয়ার আগেই নির্যাতিতার নাম, পরিচয়, ছবি সবই বহুল পরিমানে ব্যবহৃত হয়ে চলেছে সোশ্যাল মিডিয়াতে(Social Media)। পরে আর জি কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে মামলা শুরু হওয়ার পরে দেশের শীর্ষ আদালত স্পষ্টই নির্দেশ দেয়, কোনও ভাবেই নির্যাতিতার নাম-ছবি-পরিচয় ব্যবহার করা যাবে না। যারা যারা তা করেছেন তাঁদের নিজ নিজ পোস্ট ডিলিট করতে হবে বা সেই পোস্ট থেকে তা মুছে ফেলতে হবে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে তো বটেই, মায় রাস্তায় পোস্টারের ক্ষেত্রেও নির্যাতিতার নাম-ছবি-পরিচয় ব্যবহার হয়ে চলেছে। এর জেরে এবার এই ঘটনা কারা ঘটাচ্ছে তা খুঁজে দেখতে এদিন সিবিআইকে তদন্তের নির্দেশ(Order of CBI Enquiry) দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন, রাজ্যজুড়ে চালু হচ্ছে, ন্যায্য মূল্যের মাছের দোকান ‘সুফল বাংলা মৎস্য’

মূলত নির্যাতিতাদের মানসম্মাণ রক্ষার্থে, সামাজিক হয়রানি ও কটাক্ষের শিকার না হওয়া ঠেকাতে এবং নির্যাতিতা ও তাঁর পরিবারের নিরাপত্তার কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট এক সময় নির্দেশ দিয়েছিল যে দেশে মহিলাদের ওপর হওয়া ধর্ষণ, গণধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনায় কখনই নির্যাতিতার নাম-ছবি-ব্যবহার করা যাবে না। তা সামনেও আনা যাবে না। কিন্তু অদ্ভূত ভাবে আর জি কর কাণ্ডে দেখা যাচ্ছে, সেই নির্দেশ সোশ্যাল মিডিয়াতে মানাই হচ্ছে না। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও আর জি করের নির্যাতিতার ছবি-নাম-পরিচয় ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়ে চলেছে। শুধু তাই নয়, কলকাতা সহ রাজ্যের নানা অংশে নির্যাতিতার নাম-ছবি-পরিচয় ব্যবহার করে পোস্টার ছাপিয়ে তা নানা জায়গায় সেঁটে দেওয়া হচ্ছে। কে বা কারা এই ধরনের কাজ করে চলেছে, মূলত তা জানার জন্যই এদিন কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সব থেকে বড় কথা, আদালতের কাছে অভিযোগ জমা পড়েছে যে সোশ্যাল মিডিয়াতে ‘ভুয়ো’ অ্যাকাউন্ট ব্যবহার করে ওই সব পোস্ট করা হয়েছে। সেই সব পোস্ট কারা হ্যান্ডেল করছেন তা খুঁজে দেখতেই সিবিআই তদন্তের নির্দেশ।

আরও পড়ুন, KMC এলাকায় রাস্তার পাশে বাড়ি বানাতে গেলেই গুনতে হবে Development Fee

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, কে বা কারা সোশ্যাল মিডিয়ায় আর জি কর কান্ডে নির্যাতিতার নাম-ছবি-পরিচয় করে চলেছে সেটা খুঁজে বার করতে হবে। ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করেই হোক কী স্বনামের অ্যাকাউন্ট ব্যবহার করেই হোক, যারা আদালতের নির্দেশ উপেক্ষা করে এই সব কাজ করে চলেছেন সেটাই খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টেই রিপোর্ট জমা দেবে সিবিআই। এমনকি সোশ্যাল মিডিয়ার বাইরেও কারা নির্যাতিতার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে পোস্টার ছাপ্পাচ্ছে সেটাও দেখতে হবে সিবিআইকে। আগামী ১৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। তার আগেই তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘যদি কেউ না নিতে চান, ঠিক আছে, নতুনদের দিয়ে দেওয়া হবে’, পুজো অনুদান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

চিকিৎসকদের মঙ্গলবার ৫ টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির

আর জি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যকে সহযোগিতার নির্দেশ সুপ্রিম কোর্টের

চিকিৎসকদের কর্মবিরতিতে বাংলায় মারা গিয়েছেন ২৩জন, সুপ্রিম কোর্টে জানালো রাজ্য

জুনিয়র চিকিৎসকদের ১ মাসের কর্মবিরতিতে চিকিৎসা থেকে বঞ্চিত ৯ লক্ষ মানুষ

রাজপথে জনতার আন্দোলনের ঢেউয়ে জৌলুশ হারিয়েছে রবিবারের পুজোর মার্কেট

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর