লক্ষ্মীর বদলে উত্তর হাওড়ায় তৃণমূলের প্রার্থী মনোজ!
Share Link:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় চমক দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে দ্বিমত নেই রাজনৈতিক মহলে। মূলত সংরক্ষিত আসন, হিন্দি ভাষী আসন ও তৃণমূল ত্যাগীদের আসনে বড় চমক দিতে প্রস্তুত দলনেত্রী। আর সেই পথে হেঁটেই হয়ত আসন্ন নির্বাচনে উত্তর হাওড়ায় প্রার্থী হিসেবে দেখা যেতে পারে ক্রিকেটার মনোজ তিওয়ারিকে। হাঁটুর চোটের জন্য ইতিমধ্যেই ক্রিকেট থেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছেন নিজেকে। আজই মুখ্যমন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন মনোজ। তাই রাজনৈতিক মহলের জল্পনা উত্তর হাওড়ার তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মনোজ।
আরও পড়ুন রাজ, সায়নী থেকে জুন, তৃণমূলে যোগ দিয়েই বললেন 'খেলা হবে'
হাওড়ায় হিন্দি ভাষী ভোটারের নিরিখে উত্তর হাওড়া রয়েছে সবার প্রথমে। গত লোকসভা ভোটে যেখান থেকে খালি হাতেই ফিরতে হয় সাংসদ প্রসূন ব্যানার্জীকে। মূলত হিন্দি ভাষী ভোটারদের মধ্যে মোদি ফ্যাক্টর কাজ করায় আসন্ন নির্বাচনে উত্তর হাওড়া নিয়ে কিছুটা চাপে ছিলেন দলনেত্রী। গত বিধানসভায় অর্থাৎ ২০১৬-তে ওই আসনে লক্ষ্মীরতন শুক্লকে দাঁড় করিয়ে জয় পায় তৃণমূল। যদিও বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে নিজেকে দূরে সরিয়ে রাখতে চেয়ে তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মী। নিজেকে খেলার জগতের মধ্যেই রাখতে চান বলেই সাংবাদিকদের জানিয়েছেন তিনি। তাই উত্তর হাওড়াতে হিন্দি ভাষী ভোট টানার জন্য একটি মুখের খোঁজ চালাচ্ছিল তৃণমূল। যার উত্তম উদাহরণ হলেন মনোজ তিওয়ারি।
আরও পড়ুন একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে বাবা, মুখ খুললেন আলিয়ার দিদি
ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বাংলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক, আইপিএল খেলা এই হাওড়ার ছেলেকেই কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান তৃণমূল নেত্রী। এমনিতেই মুখ্যমন্ত্রীর গলায় 'বহিরাগত' তকমায় কিছুটা হলেও বিরক্ত এরাজ্যের হিন্দি ভাষী ভোটাররা। তার উপর বিজেপির ভুল বোঝানোর ধারায় হিন্দি ভাষী ভোট ব্যাঙ্কে ধবস নামবে বলাই যায়। তাই কখনও হিন্দি ভাষীদের জন্য আলাদা সেল তৈরি কিংবা বৈঠক করতে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমোকে। আর যেখানে উত্তর হাওড়া হিন্দি ভাষীদের বসবাস সেখানে মনোজের টিকিট একপ্রকার নিশ্চিত বলাই যায়।
আরও পড়ুন কেন্দ্রের নির্বুদ্ধিতায় পাঁচ হাজার কোটির লোকসান পশ্চিম রেলে
হাওড়ার ছেলে মনোজের দম রয়েছে হিন্দি ভাষী ভোটারদের মন জয় করার। ঠিক যেমনটা করতে পেরেছিলেন লক্ষ্মীরতন। এছাড়াও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড়, স্বচ্ছ ভাবমূর্তী। এইসব মিলিয়েই নির্বাচনের আগেই আবার একটি মাস্টারস্ট্রোক দিয়েছেন মমতা এটা বলাই যায়। এছাড়াও উত্তর হাওড়ায় রয়েছে সংখ্যালঘু ভোটার ও বাঙালি ভোট যেখানেও মনোজের মত জনপ্রিয় মুখের দরকার ছিল লক্ষীর জায়গায়। এখন সবটাই কল্পনা ও জল্পনা। কারণ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শেষ কথা। এখন তাঁরই সিদ্ধান্তে শিকে ছিঁড়বে উত্তর হাওড়ার। সময় বলবে ব্যাট হাতে গ্যালারিতে বল পাঠানো মনোজের রাজনীতির পীচে স্কোর করা কতটা সহজ হবে এবং কোন মাঠ থাকবে তাঁর ভাগ্যে।
আরও পড়ুন ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা থেকে মহিলাযাত্রীকে বাঁচালেন মহিলা কনস্টেবল
আরও পড়ুন রাজ, সায়নী থেকে জুন, তৃণমূলে যোগ দিয়েই বললেন 'খেলা হবে'
হাওড়ায় হিন্দি ভাষী ভোটারের নিরিখে উত্তর হাওড়া রয়েছে সবার প্রথমে। গত লোকসভা ভোটে যেখান থেকে খালি হাতেই ফিরতে হয় সাংসদ প্রসূন ব্যানার্জীকে। মূলত হিন্দি ভাষী ভোটারদের মধ্যে মোদি ফ্যাক্টর কাজ করায় আসন্ন নির্বাচনে উত্তর হাওড়া নিয়ে কিছুটা চাপে ছিলেন দলনেত্রী। গত বিধানসভায় অর্থাৎ ২০১৬-তে ওই আসনে লক্ষ্মীরতন শুক্লকে দাঁড় করিয়ে জয় পায় তৃণমূল। যদিও বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে নিজেকে দূরে সরিয়ে রাখতে চেয়ে তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মী। নিজেকে খেলার জগতের মধ্যেই রাখতে চান বলেই সাংবাদিকদের জানিয়েছেন তিনি। তাই উত্তর হাওড়াতে হিন্দি ভাষী ভোট টানার জন্য একটি মুখের খোঁজ চালাচ্ছিল তৃণমূল। যার উত্তম উদাহরণ হলেন মনোজ তিওয়ারি।
আরও পড়ুন একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে বাবা, মুখ খুললেন আলিয়ার দিদি
ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বাংলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক, আইপিএল খেলা এই হাওড়ার ছেলেকেই কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান তৃণমূল নেত্রী। এমনিতেই মুখ্যমন্ত্রীর গলায় 'বহিরাগত' তকমায় কিছুটা হলেও বিরক্ত এরাজ্যের হিন্দি ভাষী ভোটাররা। তার উপর বিজেপির ভুল বোঝানোর ধারায় হিন্দি ভাষী ভোট ব্যাঙ্কে ধবস নামবে বলাই যায়। তাই কখনও হিন্দি ভাষীদের জন্য আলাদা সেল তৈরি কিংবা বৈঠক করতে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমোকে। আর যেখানে উত্তর হাওড়া হিন্দি ভাষীদের বসবাস সেখানে মনোজের টিকিট একপ্রকার নিশ্চিত বলাই যায়।
আরও পড়ুন কেন্দ্রের নির্বুদ্ধিতায় পাঁচ হাজার কোটির লোকসান পশ্চিম রেলে
হাওড়ার ছেলে মনোজের দম রয়েছে হিন্দি ভাষী ভোটারদের মন জয় করার। ঠিক যেমনটা করতে পেরেছিলেন লক্ষ্মীরতন। এছাড়াও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড়, স্বচ্ছ ভাবমূর্তী। এইসব মিলিয়েই নির্বাচনের আগেই আবার একটি মাস্টারস্ট্রোক দিয়েছেন মমতা এটা বলাই যায়। এছাড়াও উত্তর হাওড়ায় রয়েছে সংখ্যালঘু ভোটার ও বাঙালি ভোট যেখানেও মনোজের মত জনপ্রিয় মুখের দরকার ছিল লক্ষীর জায়গায়। এখন সবটাই কল্পনা ও জল্পনা। কারণ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শেষ কথা। এখন তাঁরই সিদ্ধান্তে শিকে ছিঁড়বে উত্তর হাওড়ার। সময় বলবে ব্যাট হাতে গ্যালারিতে বল পাঠানো মনোজের রাজনীতির পীচে স্কোর করা কতটা সহজ হবে এবং কোন মাঠ থাকবে তাঁর ভাগ্যে।
আরও পড়ুন ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা থেকে মহিলাযাত্রীকে বাঁচালেন মহিলা কনস্টেবল
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment