নিজস্ব প্রতিনিধি: কলকাতার পুজোয় স্বেচ্ছাসেবক হতে হলে ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়া থাকতেই হবে। একুশের উৎসবের আগে কার্যত এই ব্যবস্থা বাধ্যতামূলক করলো কলকাতা পুলিশ। শুধু স্বেচ্ছাসেবকরাই নন, মণ্ডপ নির্মাণের সঙ্গে যুক্ত কর্মীদেরও ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়া থাকতে হবে। এমনটাই নির্দেশ জারি করলো কলকাতা পুলিশ। কলকাতায় কালীপূজো ও জগদ্বাত্রী পুজোর ক্ষেত্রেও এই নির্দেশ বলবৎ থাকবে। একই সঙ্গে পুজোর দিনগুলিতে ভিড় সামলাবার জন্য যেসব স্বেচ্ছাসেবকরা রাস্তায় নামবেন তাঁদেরও কোভিড ভ্যাক্সিনের জোড়া ডোজ নেওয়া থাকতে হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় কলকাতা পুলিশের উদ্যোগে কলা মন্দিরে পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে এক সমন্বয় বৈঠক হয়। সেখানেই কলকাতা পুলিশের তরফে পুলিশ কমিশনার সৌমেন মিত্র জানিয়ে দেন, ‘কোভিডবিধি মেনে সকলকে দুর্গাপুজো করতে হবে। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশ মেনে চলতে হবে। সেই কারণে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা কাজ করবেন তাদের প্রত্যেককে দ্বিতীয় দফার ভ্যাকসিন অবশ্যই নিতে হবে।’ পাশাপাশি তিনি জানান, ‘দুর্গাপুজায় কোথাও কোনও আগুন লাগলে কিভাবে তাড়াতাড়ি তা নিয়ন্ত্রণ করা যায় এ বিষয়ে দমকল কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবার সিইএসসি কর্মীদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, গত বছরের মতো এ বছরও কোভিডকালে পুজোর ভিড় ঠেকাতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত কোনও নির্দেশ দেয়নি হাইকোর্ট। তবে এ বিষয়ে হাইকোর্ট যে রায়ই দিক না কেন তা অক্ষরে অক্ষরে পালন করে দুর্গাপুজো করতে হবে। কলকাতা পুলিশও আদালতের নির্দেশ মেনে কাজ করবে।