এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দক্ষিণবঙ্গে ৬টি পুরসভায় উপনির্বাচন, সকলের নজর আটকে ঝালদায়

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গের ৬টি পুরসভার ৬টি ওয়ার্ডে রবিবার সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণের পালা। যে ৬টি পুরসভায় এই উপনির্বাচন(Bye Election) হচ্ছে তার মধ্যে ৪টি পুরসভাই উত্তর ২৪ পরগনা জেলায়। বাকি ২টির ১টি রয়েছে হুগলি জেলায় অপরটি পুরুলিয়া জেলায়। চলতি বছরের ১৩ মার্চ খুন হন পুরুলিয়া জেলার ঝালদা(Jhalda) পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ৪বারের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু(Tapan Kandu)। ওই একই দিনে খুন হন উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। ওই দুই ওয়ার্ডেই এদিন উপনির্বাচন হচ্ছে। এছাড়াও ভোট হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে, দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে, ভাটপাড়া(Bhatpara) পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে এবং হুগলি জেলার চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। বেলা সাড়ে ১০টা পর্যন্ত এই কিছু বিক্ষিপ্ত অভিযোগ এলেও মোটের ওপর ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবেই চলছে।

তবে এই ৬টি ওয়ার্ডের নির্বাচনকে ঘিরে কোনও জায়গাতেই পুরবোর্ডের ক্ষমতায় বড়সড় অদলবদল ঘটনার সম্ভাবনা নেই। কেননা এই ৬টি পুরসভাতেই ক্ষমতাতে রয়েছে তৃণমূল কংগ্রেস(TMC) এবং তা নিরঙ্কুশ গরিষ্ঠতার সঙ্গেই। তাই ৬টি ওয়ার্ডে উপনির্বাচনের ফলাফল তৃণমূলের বিরুদ্ধে গেলেও সেখানে বোর্ড উল্টে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। যদিও রাজ্যের শাসক দলের আশা ৬টি ওয়ার্ডের উপনির্বাচনেই তাঁরা জয়ী হবেন। তবে অস্বীকার করার জায়গা নেই যে এই ৬টি ওয়ার্ডের উপনির্বাচনের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পুরুলিয়া জেলার ঝালদা পুরসভার এই উপনির্বাচন। কার্যত গোটা দক্ষিণবঙ্গের নজর আটকে রয়েছে ঝালদার বুকে। কেননা চলতি বছরের পুরসভা নির্বাচনে ঝালদা পুরসভার ১২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৫টি আসন, কংগ্রেস পেয়েছিল ৫টি আসন ও নির্দলরা জয়ী হন ২টি আসন। তপনবাবু এই ২জন নির্দল প্রার্থীর সমর্থন নিয়ে প্রায় বোর্ড গঠনের পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তিনি খুন হয়ে যাওয়ায় কংগ্রেসের পক্ষে আর বোর্ড গঠন করা হয়ে ওঠেনি। সেখানে ২ নির্দল প্রার্থীর সমর্থনে বোর্ড গড়ে তৃণমূল।

এই অবস্থায় এদিন সকালে থেকেই কড়া নিরাপত্তার মধ্যে ভোট শুরু হয়েছে ঝালদার বুকে। তবে সেই নির্বাচনের ঠিক আগে ঝালদা থানার বিতর্কিত আইসি সঞ্জীব ঘোষকে উপনির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় আপাতত ঝালদা থানার আইসির দায়িত্ব সামলাছেন বলরামপুর থানার আইসি পার্থ সিং। সামগ্রিকভাবে দায়িত্বে থাকবেন ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত দেব। পুরুলিয়ার পুলিশ সুপার এস.সেলভামুরুগন বলেন, শারীরিক অসুস্থতার কারণে ঝালদার আইসি ছুটি নিয়েছেন। তবে ওয়াকিবহাল মহলের মত, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্যই সঞ্জীব ঘোষকে ছুটিতে পাঠানো হয়েছে। তবে এদিন নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে সেখানকার কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দুর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে তপন কান্দু অমর রহে লেখা-সহ ব্যানার লাগানো ছিল৷ খবর পাওয়ার পরই নির্বাচন কমিশনের তরফে সেগুলি সরিয়ে দেয়৷ যদিও মিঠুনের অভিযোগ, ১০০ মিটারের বাইরেই ব্যানার লাগানো ছিল৷ কিন্তু পুলিশ তপন কান্দুর নামে লেখা ব্যানারই সরিয়ে দেয়৷ বাকি দলের ব্যানার এখনও সেখানে রয়েছে৷

এদিকে ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল স্কুলের বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। বিরোধী এজেন্টদের অভিযোগ, পরিচয়পত্র ছাড়াই অনেকে সেখানে ভোট দিচ্ছেন। পুলিশের সামনেই ছাপ্পা ভোট চলছে বলে অভিযোগ। যদিও এই ঘটনায় তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। আবার সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও বুথে ঢুকতে সাংবাদিকদের বাধা দেওয়ার ঘটনা ঘটাছে পানিহাটি পুরসভায়। সেখানে সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে খোদ খড়দা থানার আইসি রাজকুমার সরকারের বিরুদ্ধে। পানিহাটির বাবুলাল রাজগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথ চত্বরে ও বিবেকানন্দ পল্লির একটি বুথে সাংবাদিকদের নির্বাচন কমিশনের পরিচয়পত্র থাকা সত্ত্বেও সাংবাদিকদের বুথে ঢুকতে দেওয়া হয়নি। পরে রাজ্য নির্বাচন কমিশন ওই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠানোর পরে সেখানে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়, তবে সেটাও সামান্য সময়ের জন্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৮ বছর ধরে বসবাস হেলে পড়া বাড়িতে, খাস কলকাতাতেই

বাংলার সব হাসপাতালে Heat Stroke Ward খোলার নির্দেশ স্বাস্থ্যভবনের

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

প্রথম দফার ৩ আসনেই জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী চন্দ্রিমা

বেঙ্গল কেমিক্যালসের সামনে ফুটপাতে উঠল গাড়ি, দুর্ঘটনায় আহত ২ শিশু সহ ১ মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর