এই মুহূর্তে




আরজি কর কাণ্ডে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে সরাল নবান্ন




নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগিকে বদলি করা হল। ওই পদে এলেন দেবাশীষ হালদার। এদিকে তদন্তের স্বার্থে সিটের সদস্য সংখ্যা বাড়ানো হল। একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার সহ আরো ৬ জন দক্ষ পুলিশ অফিসারকে নিযুক্ত করা হয়েছে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমে(SIT)। এই বিশেষ তদন্তকারী দলের সংখ্যা বেড়ে হল ১৩। তাদের তদন্তে সাহায্য করবেন তিন শিফটে যুক্ত থাকা আরও ১৫০ জন পুলিশ কর্মী। এদিকে সোমবার ঘটনার দিন ইমার্জেন্সি বিল্ডিংয়ে যারা ওই নিহত তরুণী পড়ুয়া চিকিৎসকের সঙ্গে ডিউটি করেছিলেন তাদের সকলকে লালবাজারে ডেকে টানা জিজ্ঞাসাবাদ করে। তাদের প্রত্যেকের কাছ থেকে অন ডিউটি থাকাকালীন কারা নিহত পড়ুয়ার সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন এবং বাকিরা কোথায় ছিলেন তা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাওয়া হয়। গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয় প্রয়োজনে তাদেরকে আবার ডাকা হবে।

ইতিমধ্যে হাসপাতালের সেমিনার বিল্ডিং – এর সমস্ত ফ্লোর -এর সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে গোয়েন্দারা। ইতিমধ্যে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে(Sanjay Roy) জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা মনে করছে এই ঘটনায় সে একা যুক্ত নয়। বাকি কারা রয়েছেন তা জানতেই এক মহিলাকে সোমবার লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই মহিলা ধৃত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ। এছাড়া ঘটনার পর মৃতার বাড়িতে যিনি প্রথম ফোন করেছিলেন সেই আরজিকর হাসপাতালের সহকারী সুপার কেউ লাল বাজারে ডেকে পাঠানো হয়। কারণ পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের ফোনে বলা হয়েছিল তাদের মে আত্মহত্যা করেছেন। কিন্তু পরে দেখা যায় ঘটনাটি ধর্ষণ করে খুন হয়েছে। একটি খুনের ঘটনাকে আত্মহত্যা বলে কেন বর্ণনা করা হয়েছিল সেই সূত্রই খুঁজছে গোয়েন্দারা। পরিবারের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়েছে ঘটনার পেছনে চক্রান্ত থাকতে পারে কেউ টাকা দিয়ে এই ঘটনা ঘটাতে পারে। সেই অনুযায়ী এই ঘটনার পেছনে কারোর মদ ছিল কিনা এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সোমবার সোদপুরে মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন রবিবারের মধ্যে তদন্তের অগ্রগতি না হলে তিনি সোমবার এই খুনের ঘটনা সিবিআইকে(CBI) দিয়ে দেবেন। তাই অতি দ্রুত তদন্ত এগোতে সিটের সদস্য সংখ্যা ৭ থেকে বাড়িয়ে করা হলো ১৩।

ডিসি অমিত ভার্মাকে এই বিশেষ তদন্ত কমিটিতে নেওয়া হয়েছে। এর পাশাপাশি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ক্রিমিনাল অ্যাক্টিভিটি খতিয়ে দেখছে লালবাজার(Lalbazar)। ওই হাসপাতালে দালাল চক্রের সঙ্গে সে কিভাবে যুক্ত এই বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দারা। তিনি কাদের কাদের ওই হাসপাতালে এর আগে ভর্তি করেছিলেন তার তালিকা সংগ্রহ করছে লালবাজার। শুধু তাই নয় আন্দোলনকারীদের ভিড়ে আর কেউ আত্মগোপন করছে কিনা সেই বিষয়টিও নজরে রাখছে গোয়েন্দারা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিরাপত্তা খতিয়ে দেখতে আরজি করে গেলেন নয়া পুলিশ কমিশনার

পুজো নিয়ে বৈঠক ডাকলেন নয়া পুলিশ কমিশনার মনোজ

লক্ষ্মীর ভাণ্ডারকে পিছনে ফেলে দিতে চলেছে কন্যাশ্রী, আবেদন জমা ও মঞ্জুর ৩ কোটিরও বেশি

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গুদামের ছাদ, হাওড়ায় নিহত ৪ শ্রমিক

আর জি কর কাণ্ডে মিনাক্ষীর বয়ান রেকর্ড করবে CBI, স্টেশন থেকেই সোজা CGO’র পথে বামনেত্রী

‘কর্মবিরতি চলবে’, নবান্ন বৈঠক শেষে জানিয়ে দিলেন জুনিয়র চিকি‍ৎসকরা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর