এই মুহূর্তে

সব বিষয়ে রিভিউ, বিক্ষোভের জেরে বড় ঘোষণা করতে চলেছে উচ্চমাধ্যমিক সংসদ

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর নম্বর কম পাওয়ায় এবং অকৃতকার্য হওয়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা। এবার তার মাঝে বড় ঘোষণা করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা সব বিষয়ে রিভিউ করতে পারবে, সূত্রের খবর এমনটাই ঘোষণা করতে চলেছে সংসদ।

আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা মাত্র ২টি বিষয়ে রিভিউ করতে পারত। বিষয়ে রিভিউ করার সুযোগ কেবল এই বছরের জন্য প্রযোজ্য হবে। ইতিমধ্যে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে সংসদের তরফে রিভিউ ও স্ক্রুটিনি করার দিনক্ষণ জানানো হয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার বলা হয়েছে, আগামী ২০ জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদন করার শেষ তারিখ জানানো হয়েছে ৫ জুলাই। অর্থাৎ আগামী ৫ জুলাই পর্যন্ত রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে। কোনও পড়ুয়া রিভিউ করাতে চাইলে বা স্ক্রুটিনি করাতে তাদেরকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট www.wbchse.nic.in এ গিয়ে আবেদন করতে হবে পড়ুয়াদের। অফলাইনে কোনও আবেদন করা যাবে না বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে রিভিউ এবং স্ক্রুটিনির  সঙ্গে আরটিআই করা যাবে না। এর ফলে ফল প্রকাশে দেরি হতে পারে বলে জানিয়েছে সংসদ। স্ক্রুটিনি এবং রিভিউ করার পর ফল প্রকাশের পর সন্তষ্ট না হলে আরটিআই করতে পারবে পরীক্ষার্থীরা। আরটিআইয়ে উত্তরপত্রের ফটোকপির জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা। সংসদের তরফে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব রিভিউ, স্ক্রুটিনি এবং আরটিআইয়ের উত্তর দেওয়া হবে।

উল্লেখ্য,  উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় বহু পড়ুয়া অকৃতকার্য  হয়েছে। অনেকের আবার নম্বর কম হয়েছে বলে অভিযোগ তুলেছে। বহু পরীক্ষার্থী ইতিমধ্যে পাশ করিয়ে দেওয়ার দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে সামিল হয়েছে।  পরীক্ষার্থীদের সঙ্গে  তাদের অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

কপালে স্টিকিং প্লাস্টার নিয়ে ইফতারে হাজির মমতা

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

সিপিএমের হয়ে প্রচার নয়, কংগ্রেস নেতার নির্দেশ ঘিরে শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর