-273ºc,
Saturday, 3rd June, 2023 4:22 am
নিজস্ব প্রতিনিধি:আগামী তিন চার দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।তবে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে যে ভারী বৃষ্টি(Rain) চলছিল , সেখানেও আবহাওয়ার পরিবর্তন হবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে(North Bengal) আবহাওয়া উন্নতি হবে । ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই খবর জানিয়ে বলা হয়েছে, উত্তর ও পশ্চিম ভারত থেকে ইতিমধ্য বর্ষা বিদায় নিয়েছে ।
আগামী ৪- ৫ দিনের মধ্যে মধ্য ও পূর্ব ভারত থেকেও বর্ষা বিদায় নেবে। তবে বর্ষা বিদায় নিলেও রাজ্যে এই মুহূর্তে কালীপুজো পর্যন্ত তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। কলকাতা শহরে আগামী দু-তিন দিন আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তার সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কালীপুজোর আগে বা ওই সময় কোন সাইক্লোন (Cyclone)আসছে কিনা সে প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) পক্ষ থেকে জানানো হয়, এখনো পর্যন্ত তারা তাদের সিস্টেমে এমন কোন পূর্বাভাস পাননি।
কালীপুজোর(Kali Puja ) বেশ কয়েকদিন দেরি রয়েছে। পরবর্তীকালে যদি এই ধরনের কোন আশঙ্কা থাকে অবশ্যই তারা জানাবেন। অতএব ধরে নেওয়া যেতে পারে দুর্গা পুজো থেকে ঝমঝমিয়ে হওয়া বৃষ্টি আর দু এক দিন পরেই বিদায় নেবে। দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে যদি কোন নতুন সাইক্লোনের আবির্ভাব না হয়, তাহলে কালীপুজো ও দেওয়ালিতে রাজ্যবাসী ঝকঝকে আবহাওয়া পাবে।