এই মুহূর্তে




সঙ্গে রাখুন ছাতা, উল্টোরথে ভাসবে বাংলার সাত জেলা




নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গে প্রবেশ ঘটে গিয়েছে বর্ষার। শুক্রবার দুপুরের পর থেকে কলকাতায় বৃষ্টি হয়েছে বেশ ভালই। ভ্যাপসা গরম থেকেছে সাময়িক মুক্তি। কলকাতায় সেভাবে না হলেও  রাজ্য জুড়ে বৃষ্টি চলছেই। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেই জন্য সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, শনিবার আবার উল্টোরথ।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা কলকাতার উপর দিয়ে বিস্তৃত। আর তারই জেরে তুমুল টালমাটাল রাজ্যের আবহাওয়া।উত্তর ওড়িশা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি দক্ষিণে ঝুঁকে রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। পূর্ব পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত আছে। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে আগামী সপ্তাহেও।

বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং নদিয়ায়। শনিবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার হবে।

রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত দক্ষিণবঙ্গের চারটি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টি হবে। তাই এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে।

মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার মালদা; মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে।

দেরিতে বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে। কিন্তু তাতেও জুন মাসে স্বাভাবিক বৃষ্টি হয়েছে শহর কলকাতায়। গোটা মাস পর্যাপ্ত বৃষ্টি পেয়েছে শহরবাসী। অস্বস্তিকর গরম বজায় থাকলেও বৃষ্টিতে ঘাটতি হয়নি। জুলাই মাসেও শহরে পর্যাপ্ত বৃষ্টি হবে বলে দাঁড়িয়েছে আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতর খবর, গত চার বছরের মধ্যে জুন মাসেই কলকাতায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার থেকে দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

IIM জোকা ক্যাম্পাসে ধর্ষণকাণ্ডে আদালত জামিন দিল মূল অভিযুক্তকে

ব্যবসায়ীকে উপদেশ দিয়ে নগদ টাকা ও গয়না নিয়ে পালাল পোশাক পরা ‘পুলিশ’

রবিতে দুঃসংবাদ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরের দাদা সহ ৪ কুখ্যাত দুষ্কৃতী পুলিশের জালে

ভরা দামোদরের জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু মামা – ভাগ্নের

২১ জুলাই কোন মঞ্চে থাকবেন জানিয়ে দিলেন দিলীপ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ