এই মুহূর্তে




৭দিন চলবে দুর্যোগ, কোন জেলায় বেশি সতর্কতা জানুন




নিজস্ব প্রতিনিধি : আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে দক্ষিণবঙ্গে ক্রমাগাত চলছে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলছে। তবে এলাকা অনুযায়ী ভাগ করে বৃষ্টি চলছে। সোমবার সপ্তাহের শুরুর দিনেই জলযন্ত্রণায় ভুগেছে শহরবাসী। মেট্রো পরিষেবা ব্যহত হওয়ার পাশাপাশি রাস্তায় জল জমে নিত্যযাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়েছে। সারাদিন ধরে বৃষ্টি না হলেও, টানা কিছুক্ষণের প্রবল বৃষ্টি নাজেহাল করে দিচ্ছে। এই পরিস্থিতি চলবে কতদিন? আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের সম্ভাবনা।  উপরের পাঁচ জেলায় আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে।

সোমবারের মত মঙ্গলবারও কলাকাত সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়েছে। সকালে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ ছিল মেঘলা। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আগামী সাতদিন রয়েছে বৃষ্টিপাত বজায় থাকবে। এ দিনও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলায়। সঙ্গী থাকবে ঝোড়ো হাওয়া।  উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রকোপ কিছুটা হলেও কমবে।

শুক্রবার থেকে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ,  নদিয়াতে। সমুদ্রে যাওয়া নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। বাংলা ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দ্বিতীয় হুগলী সেতুতে চলন্ত ট্যাক্সিতে ভয়ংকর আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা

কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের মামলায় নারকেলডাঙার প্রাক্তন ওসি-সহ চার জনের জেল হেফাজত

‘ইন্ডিয়া’র বৈঠকে শনিবার কলকাতা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন অভিষেক

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে ‘নীরব’ মোদি

বাংলায় এসে মিথ্যাচার করছে প্রধানমন্ত্রী মোদি, কটাক্ষ তৃণমূলের

মালবাজারের শালবাড়ীর পাটক্ষেতে নাবালিকার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ