এই মুহূর্তে




বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি, টানা বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ




নিজস্ব প্রতিনিধি, কোলকাতা: শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হওয়ার প্রভাবে বৃষ্টি চলবে। ওড়িশার নিম্নচাপটি শক্তি হারিয়ে দূরে সরে যাচ্ছে ঠিকই, কিন্তু সোমবার নতুন করে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। ফলে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। আগামী সপ্তাহে উপকূল ও পশ্চিমের জেলাযগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। কলকাতাতেও তে ভারী বৃষ্টি হওয়ার কথা। বৃষ্টি না হলে বৃদ্ধি পাবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর তাই জারি করেছে হলুদ সতর্কতা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইবে।

বঙ্গোপসাগরের উপর তৈরি হ্ওয়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের। বিশেষত উত্তরের উপরের দিকের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আজ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির কাছাকাছি। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৯.৩ ডিগ্রি ও ২৬.৫ ডিগ্রি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে ‘নীরব’ মোদি

বাংলায় এসে মিথ্যাচার করছে প্রধানমন্ত্রী মোদি, কটাক্ষ তৃণমূলের

মালবাজারের শালবাড়ীর পাটক্ষেতে নাবালিকার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

২১ জুলাইয়ের সভা ঘিরে একাধিক শর্ত হাইকোর্টের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে নিউটাউনে গ্রেফতার বিএসএফ কনস্টেবল

ব্যারাকপুর থেকে ছাংগু বাবার দুই সাগরেদকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ