এই মুহূর্তে




অতি ভারী বৃষ্টির তাণ্ডব ৬ জেলায়, কলকাতার আবহাওয়া কেমন?




নিজস্ব প্রতিনিধি : আগামী ২ দিন রাজ্যের ৬ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ জেলায় বজ্রবিদ্যুৎ-ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারমধ্যে অতি ভারী বৃষ্টির তাণ্ডব চলবে ৬ জেলায়। সেখানেই  হলুদ সতর্কতা জারি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরের ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তারফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার সকালে থেকে আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। শনিবারও কলকাতা সহ বেশ সকিছু জেলায় বৃষ্টিপাত হয়েছে। রবিবারও সকালে কলকাতায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা, হাওড়া, হুগলি, ২ ২৪ পরগনা,  ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গী হতে পারে ৩০-৪০কিমি বেগে ঝোড়ো হওয়া। দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে। মুর্শিদাবাদ, নদিয়া জেলা ছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলবে সোম ও মঙ্গলবার। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় বৃষ্টির পরিমাণ জারি থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শেখ শাহজাহানের হোটেল থেকে উদ্ধার ৩২ কোটি টাকা, রয়েছে নকল নোটও

বিয়ের দিনই ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু বরের, আনন্দের পরিবেশে শোকের ছায়া

৬ মাস ধরে পুণেতে আটক নদিয়ার দুই ভাই, বাঙালি বিদ্বেষের অভিযোগ

২১ জুলাই কোন রাস্তায়, কত ক্ষণ ট্র্যাফিক বিধিনিষেধ, জানিয়ে দিল লালবাজার

২১-র সমাবেশে সামিল হতে জেলা থেকে আসতে শুরু করল তৃণমূল কর্মীরা

৩ বছরের শিশুকে টেনে নিয়ে গেল চিতা, ডুয়ার্সের চা বাগানে চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ