এই মুহূর্তে




বুধে বাড়ল গরম, বৃহস্পতি থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণে




নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সরে এখন ঝাড়খন্ডে। ফলে যেমন ভারী বর্ষণের আশা করা গিয়েছিল তা হয়নি। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় গিয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। ফলে বৃষ্টি হবেই।

যদিও আজ বুধবার বৃষ্টির প্রভাব খানিকটা কমবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গে বেলা বাড়তেই বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। ফলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। চলবে শনিবার পর্যন্ত। বুধবার সকাল থেকে কলকাতায় ঝিরিঝিরি বৃষ্টি হলেও বেলা হতেই দেখা দিয়েছে রোদ। দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জায়গায় আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে।

বুধবার সকাল পর্যন্ত ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির আশঙ্কা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা এই চার জেলায়। শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা  পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। প্রায় সপ্তাহ ভর বৃষ্টি চললেও রবিবার থেকে ফের কমবে বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলায়।

উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। নিচের দিকে জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং ও জলপাইগুড়ি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

NCW র নোটিশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে বীরভূমের SP

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

জঙ্গিসন্দেহে মেমারি থেকে ২ জনকে গ্রেফতার করল STF

রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের একাধিক জায়গায়, কেমন থাকবে মঙ্গলের আবহাওয়া?

অরফানগঞ্জ সমস্যা আলোচনায় না মিটলে ফোর্স ব্যবহার করা হবে বলে জানিয়ে দিলেন ফিরহাদ

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ