এই মুহূর্তে




রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?




নিজস্ব প্রতিনিধি : ঝাড়খন্ডে তৈরি ঘূর্ণাবর্তের জেরে ফের বৃষ্টির প্রকোপ বাংলায়। বুধবার তাপমাত্রা রাজ্যে কিছুটা বৃদ্ধি পেলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির ভ্রুকুটি । আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র। আগামী রবিবার পর্যন্ত বঙ্গে চলবে ভারী বৃষ্টি। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়াতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, দুপুরের মধ্যেই বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া জেলায় বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সবকিছু পাশাপাশি তিন জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে কলকাতা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছে দার্জিলিং সহ উপরের দিকের পাড় জেলায় বৃষ্টি বেশি হবার সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া।

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘ দেখতে পাওয়া গিয়েছে। রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে বলে জানানো হয়েছে। কলকাতায় বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাত্র আড়াই বছরে বাজিমাত পায়রাডাঙার শ্রেয়ানের, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

থানার লকআপে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা আসামির

‘ইস্কন টাউন’ গড়ার জন্য মায়াপুরকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আবাসে যোজনায় টাকা দিচ্ছে না কেন্দ্র’, ফের মোদি সরকারকে নিশানা মমতার

‘বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে’, ‘পদ্মরাজ্যে’ বাঙালি হেনস্তা নিয়ে ফের সরব মমতা

নকল ফোনপে’তে লেনদেন দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা প্রতারণা,ধৃত প্রতারক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ