এই মুহূর্তে




সাময়িক স্বস্তি মিললেও পুজোর আগেই ফের বর্ষণ কলকাতায়




নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের জেরে ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। কিন্তু রেহাই নেই দক্ষিণেরও। পুজোর আগেই ফের বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পুজর আগেই ফের বৃষ্টিপাত হতে পারে, এমনটাই মত আবহাওয়া দফতরের।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বিহারের পশ্চিমপ্রান্ত এবং সংলগ্ন উত্তরপ্রদেশে অবস্থান করছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপের জেরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

হাওয়া অফিস আরও জানিয়েছে, সোম সকালে কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি। তবে সপ্তাহের প্রথম দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকেই আবহাওয়ার উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে আর নতুন করে কোনও ঘূর্ণাবর্ত তৈরি না হলে পুজর আগেই কমবে বৃষ্টিপাত।

এদিকে চলতি সপ্তাহ পার করলেই ঢাকে কাঠি পড়তে চলেছে। তাই আগামী সপ্তাহে অর্থাৎ পুজোর দিনগুলিতে বৃষ্টি হবে কিনা আপাতত সেই উত্তরের দিকেই তাকিয়ে বঙ্গবাসী। তবে হাওয়া অফিসের জানিয়েছে, এখন থেকেই সেকথা জানানো সম্ভব নয়। এমনিতেই আগামী ৬ অক্টোবর উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। কিন্তু তারপরেও যে নতুন করে কোনও ঘূর্ণাবর্তের আবির্ভাব হবে না সেকথা এখন থেকেই জোর দিয়ে বলা সম্ভব নয়।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

IIM জোকা ক্যাম্পাসে ধর্ষণকাণ্ডে আদালত জামিন দিল মূল অভিযুক্তকে

রবিতে দুঃসংবাদ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

২১ জুলাই কোন মঞ্চে থাকবেন জানিয়ে দিলেন দিলীপ

ওড়িশাতে কিশোরীকে হত্যার চেষ্টা ঘটনা ‘প্রধানমন্ত্রীর বেটি পোড়াও প্রকল্প’ বলে মন্তব্য শশী পাঁজার

দিদির একনিষ্ঠ ভক্ত, চলন্ত ট্রেনে ২১ জুলাইয়ের প্রচার ভাই দাসের

অসমে বাংলায় কথা বলায় হেনস্তা, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ