এই মুহূর্তে

দিনভর গরমের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন তাপমাত্রার জেরে কার্যত হাঁসফাঁস অবস্থা শহর কলকাতা ও দক্ষিণবঙ্গবাসীর। মাঝে মাঝে সন্ধ্যার দিকে দু এক পশলা বৃষ্টি নামলেও দিনের বেশিরভাগ সময়েই আর্দ্রতার পরিমাণ থাকছে অনেক বেশি। এর মাঝে মঙ্গলবার বিকেলের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কলকাতা ও দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরমও। একইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। এদিন বিকেলে বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ থাকবে ৩০-৪০ কিলোমিটার। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না আগামী কয়েকদিন এই জেলাগুলিতে।

মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। নির্ধারিত সময়ের আগে কেরলে বর্ষা প্রবেশ করেছে। বঙ্গে বর্ষার আগমন কেবল সময়ের অপেক্ষা। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়-সহ একাধিক রাজ্যে আগামী তিন-চারদিনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে অনুমান করছেন আবহাওয়াবিদরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যের জন্য বিশেষ অবজারভার দিল্লির কমিশন পাঠাচ্ছে : অরিন্দম নিয়োগী

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

সিপিএমের হয়ে প্রচার নয়, কংগ্রেস নেতার নির্দেশ ঘিরে শোরগোল

২৪’র ভোটে বাংলায় স্পেশাল পুলিশ অবজার্ভার বিজেপি ঘনিষ্ঠ অনিল কুমার শর্মা

ইডি-র ওপর হামলার তদন্তে সন্দেশখালির দুই বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

শেষ হয়ে গেল রাজ্য সরকারের অর্থবর্ষ, সমস্যায় বেশ কিছু দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর