এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিদ্রোহের শাস্তি, সাময়িক সাসপেন্ড রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদার

নিজস্ব প্রতিনিধি: দলের অন্দরের বিক্ষোভ যাতে আর সংক্রমিত না হয়, তার জন্য বিদ্রোহীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পথেই হাঁটলেন বঙ্গ বিজেপির নয়া মুখিয়া সুকান্ত মজুমদার। সোমবার রাতেই দুই বিদ্রোহী নেতা রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শোকজের জবাব দেওয়ার আগেই দলের কড়া শাস্তি নেমে আসায় ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা রীতেশ তিওয়ারি। তাঁর কথায়, ‘দলের গঠনতন্ত্র না মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের অন্দরে যে বড় ষড়যন্ত্র চলছে তা প্রমাণ হলো। চাইলে স্থায়ীভাবে বহিষ্কার করতে পারে। তাতে কিছু যায় আসে না। এমন জায়গায় নিয়ে যাব, যাঁরা আজ শাস্তি দিয়েছে, একদিন পা ধরে ক্ষমা চেয়ে দলে ফেরাবে।’  সে্ই সঙ্গে হুঙ্কার ছেড়ে বলেছেন, ‘যাঁরা আজ দলকে কুক্ষিগত করার চেষ্টা করছে, তাঁদের কুকীর্তি ফাঁস করব।’

গত ডিসেম্বর মাসে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য কমিটির পদাধিকারী ও জেলা সভাপতির নাম ঘোষণার পরেই দলের অন্দরে বিক্ষোভের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। উত্তর ২৪ পরগনা থেকে পুরুলিয়া পর্যন্ত বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। একের পর এক বিধায়ক ও নেতা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান। শুধু তাই নয়, রাজ্য নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে পাল্টা মঞ্চ গড়ার দিকেও এগিয়েছেন বিক্ষুব্ধরা।

বিদ্রোহ যাতে অন্য জেলায় সংক্রমিত না হয়, তার জন্য শনিবারই বিক্ষুব্ধ শিবিরের দুই নেতা রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়। শুধু তাই নয়, সোমবার বিকালেই দুই নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি।

এদিন সন্ধ্যাতেই কলকাতার একটি বাংলা টিভি চ্যানেলে দলের কারণ দর্শানোর নোটিশ নিয়ে ক্ষোভ উগরে দিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। ২০১৯ সালে লোকসভা ভোটের পর দলে আসা চার-পাঁচজন নেতা দলকে হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত বলে বিস্ফোরক অভিযোগ করেন। রাজ্য নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করার ফল হাতেনাতেই পেয়ে যান তিনি। রাজ্য বিজেপির কার্যালয় সম্পাদক প্রণয় রায়ের স্বাক্ষরিত করা চিঠিতে বলা হয়, ‘রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশ অনুসারে দলীয় শৃঙ্খলাভঙ্গের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণের মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি

ভোটের মুখে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা বনগাঁর তৃণমূল প্রার্থীর

কুণাল ট্যুইটে বিদ্ধ মিঠুন সহ রাজ্যপাল

ভোটদানেও এগিয়ে বাংলা, উচ্ছ্বসিত তৃণমূল, চিন্তায় গেরুয়া

উচ্চ মাধ্যমিকে ক্লাস শুরু কবে থেকে, জানাল শিক্ষা সংসদ

ভোটের আগে বিধায়কের পদে ইস্তফা রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর