এই মুহূর্তে




তাঁর অনুপস্থিতিতে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম দেখার জন্য টাস্ক ফোর্স গড়লেন মমতা




নিজস্ব প্রতিনিধি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে আগামী শনিবার (২২ মার্চ) লন্ডনে উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিদেশ সফরের সময় রাজ্য প্রশাসনের কাজকর্মে যাতে কোনও স্থবিরতা না আসে তার জন্য মন্ত্রী, সচিব এবং পুলিশ আধিকারিকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন তিনি। গড়ে দিয়েছেন টাস্ক ফোর্স। ওই টাস্ক ফোর্সে রয়েছেন ভূমি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার, অর্থসচিব প্রভাত মিশ্র, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তাছাড়া সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করবেন পাঁচ জন। তাঁরা হলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যু‍ৎমন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য ও  শশী পাঁজা। বৃহস্পতিবার (২০ মার্চ) নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি এও জানিয়েছেন ‘কোনও কিছু ঘটলে তাঁর সঙ্গে কথা বলে নিয়েই কাজ করবে এই টাস্ক ফোর্স।’

তাঁর লন্ডন সফরের সূচি নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘আমরা ২২ তারিখ যাচ্ছি। ২৪ তারিখ ওখানে ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠান। ২৫ তারিখ বাণিজ্য সম্মেলন। ২৬ তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক।  ২৭ তারিখ অক্সফোর্ডে ভাষণ দেওয়া। ২৮ তারিখ লন্ডন থেকে রওনা দিয়ে দেশে ফিরব। খুব সংক্ষিপ্ত সফর। ব্রিটেন তো আমাদের সঙ্গী, ওদের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত যোগ আছে। তাই আমন্ত্রণ পেয়ে যাচ্ছি। এটা সরকারের ব্যাপার।’  মুখ্যমন্ত্রী এ-ও জানান, ব্রিটেনের পাশাপাশিই তাঁর আরও একটি দেশে আমন্ত্রণ ছিল। কিন্তু সামনে ঈদ  বাসন্তী পুজোও থাকায় ওই উ‍ৎসবের সময়ে রাজ্যেই কাটাতে চান। তাই সফর সংক্ষিপ্ত করে ফিরছেন। তাঁর অনুপস্থিতিতে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া এবং সমন্বয়ের কাজ করার জন্য টাস্ক ফোর্সও গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই টাস্ক ফোর্সের কাজ কী হবে, তাও খোলসা করেছেন মমতা। তাঁর কথায়, ‘আমি যে ৪-৫ দিন দেশের বাইরে থাকছি তখন মন্ত্রী ও আধিকারিকদের টিম, একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে। আমাদের অনুপস্থিতিতে নবান্নে বসবেন পাঁচ মন্ত্রী। অফিসারদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন। কোনও সমস্যা হলে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।’

প্রশাসনিক কাজকর্ম সামলাতে যেমন সরকারি টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনই তাঁর অনুপস্থিতিতে দলের দায়িত্ব কারা সামলাবেন, তা-ও জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। তাঁর কথায়, ‘আমার অনুপস্থিতিতে দল সামলাবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।’ এদিনই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে বিক্ষোভের নামে বিশৃঙ্খলা করে বাংলা সম্পর্কে মিথ্যা প্রচারের ষড়যন্ত্র করা হচ্ছে। নবান্নের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘যে কেউ বিক্ষোভ করতে চাইলে করবে। এতে আমারই ভাল। আমিই প্রচার পাব।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল SSC ভবন, চাকরিচ্যুতদের মিছিল ঘিরে সতর্ক পুলিশ

বুকে ব্যথা নিয়ে কমান্ড হাসপাতালে ভর্তি রাজ্যপাল, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি কবে, প্রকাশ্যে তারিখ

পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ২

সপ্তাহের শুরুতেই দুঃসংবাদ, শহরে সরকারি বাসের গতির বলি বাইক আরোহী

বিক্ষিপ্ত বৃষ্টিতেই কী থাকতে হবে সন্তুষ্ট? কী বলছে হাওয়া অফিস

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর