এই মুহূর্তে




নিউটাউনে টিসিএসের ভবনের অনুমোদন, ২৫ হাজার কর্মসংস্থান হবে, সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী




নিজস্ব প্রতিনিধি: বাংলায় কর্মসংস্থানের ক্ষেত্রে ফের সুখবর। রাজারহাটের নিউটাউনে নতুন কেন্দ্র খুলতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস)। প্রায় ২০ একর জমিতে গড়ে উঠবে ওই কেন্দ্র। আর টিসিসিএসের নয়া দফতরে কর্মসংস্থান হবে ২৫ হাজার যুবক-যুবতীর। মঙ্গলবার (২৪ জুন) রাজ্যবাসীকে এমনই সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) ওই সুখবর জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ‘নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালি’র ২০ একর জমিতে টাটা কনসালটেন্সি সার্ভিসের প্রথম পর্যায়ের (ফেজ ওয়ান) ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ (এনকেডিএ)। প্রথম পর্যায়ে ১১তলা অফিস টাওয়ার-সহ ন’লক্ষ বর্গফুটের বিশ্বমানের পরিকাঠামো তৈরি করা হবে। এর ফলে ৫,০০০ জনের কর্মসংস্থান হবে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ লক্ষ বর্গফুট স্থান সংযুক্ত হবে। যার ফলে আরও ২০,০০০ কর্মসংস্থান হবে। প্রকল্প শেষ হওয়ার পরে, ক্যাম্পাসে ২৪ লক্ষ বর্গফুট স্থান থাকবে এবং ২৫,০০০ সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’

এর পরেই নাম না করে বাংলার বিরোধী দলের নেতাদের খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘যারা নিরলসভাবে বাংলার অপমান করে এবং ইচ্ছাকৃতভাবে আমাদের অগ্রগতি উপেক্ষা করেন, তাঁদের কাছে আমরা কর্মদক্ষতার নজির দেখালাম। বাংলা উদ্ভাবন, বিনিয়োগ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। বাংলা মানে ব্যবসা এবং গোটা  বিশ্ব তা লক্ষ্য করছে।’

উল্লেখ্য, বাংলায় শুধু টিসিএস নয়, ইনফোসিস সহ আরও একাধিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্য প্রযুক্তি সংস্থা নিজেদের দফতর খুলেছে। আমেরিকার সিলিকন ভ্যালির আদলে নিউটাউনে বেঙ্গল সিলিকন ভ্যালি গড়ে তোলার কাজ চলছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য ও এসএসসি

আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ফের রাত জাগোর ডাক ‘বামঘেঁষা’ জুনিয়র চিকি‍ৎসকদের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ