27ºc, Haze
Friday, 24th March, 2023 10:20 pm
নিজস্ব প্রতিনিধি: বর্তমানে রাজধানী দিল্লিতে রয়েছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। শুক্রবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। সূত্রের খবর, শুক্রবার সকালে সংসদ ভবনে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। শাহের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি সংসদ ভবনে গিয়েছেন বলে খবর সূত্রের।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গে চলমান সময়ে বাংলায় ডিএ এর দাবিতে আন্দোলন চলছে। চাকরিতে নিয়োগের দাবিতেও আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। সেই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য এর আগে গত মাসে রাজধানী দিল্লি সফরে গিয়ে বাংলার রাজ্যপাল বৈঠক করেছিলেন বাংলার পূর্ববর্তী রাজ্যপাল তথা বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে। সেই বৈঠকে প্রাক্তন রাজ্যপালের কাছ থেকে সিভি আনন্দ বোস বাংলার বিভিন্ন বিষয়ে ধারণা নিয়েছিলেন বলে সূত্রের খবর।
উল্লেখ্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের ‘সম্পর্ক’ প্রথমদিকে ভালো থাকলেও পরে ধীরে ধীরে সেই সম্পর্কের অবনতি হয়। নবান্ন রাজভবনের মধ্যে দড়ি টানাটানি হয় রাজ্যপালের সচিব আইএএস নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে সরানো নিয়ে। যদিও রাজ্যপালের নির্দেশ মেনে নন্দিনীকে সরিয়েও নেয় নবান্ন। বর্তমানে তিনি পর্যটন দফতরের সচিব।