এই মুহূর্তে




স্বস্তি, রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমল




নিজস্ব প্রতিনিধি: লাগাতার অস্বস্তির পরে কিছুটা হলেও স্বস্তি মিলল। রাজ্যে গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের দিনের তুলনায় সামান্য হলেও হ্রাস পেয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০৮ জন আর প্রাণ হারিয়েছেন ১৩ জন। পাশাপাশি স্বস্তি দিয়ে কমেছে দৈনিক শনাক্তের হার-ও। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৩ শতাংশে। কলকাতার কোভিড পরিস্থিতি অবশ্য উদ্বেগজনক রয়েছে।

গত কয়েকদিন ধরেই চোখ রাঙিয়ে চলছে করোনাভাইরাসের সংক্রমণ। উ‍ৎসব এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মারণ ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বমুখী চিত্র সামান্য হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। দৈনিক সংক্রমণ, দৈনিক মৃত্যুর পাশাপাশি পজিটিভিটি রেটও চিন্তা বাড়িয়ে চলছিল। সেই দুঃশ্চিন্তার মেঘ কিছুটা হলেও কাটল।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৯ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৮১ লক্ষ ৮৫ হাজার ৩২২টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় আরও ৭০৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৭৮ জনে। একদিনে করোনার মৃত্যুমিছিলে ঢলে পড়লেন ১৩ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৮০৬ জন।’

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৯৪ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৫ লক্ষ ৪৩ হাজার ৪০১ জন। সুস্থতার হার দাঁড়িয়ে একই জায়গায়। দীর্ঘদিন বাদে রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে। রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৭১ জনে। কলকাতার করোনা পরিস্থিতি ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে। কল্লোলিনী তিলোত্তমায় একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪৬ জন।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য ও এসএসসি

আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ফের রাত জাগোর ডাক ‘বামঘেঁষা’ জুনিয়র চিকি‍ৎসকদের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ