এই মুহূর্তে

সুকান্ত বিধানসভায়, এলেনই না শুভেন্দু, প্রকট দূরত্ব

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের জুটি গড়ে দিয়েছেন। ঘরও বেঁধে দিয়েছেন। একজন দলের রাজ্য সভাপতি, অন্যজন রাজ্যের বিরোধী দলনেতা। দলেরই একাংশের অভিযোগ, দুইজনে মিলে দলে আধিপত্য কায়েম করেছেন। দলতাকে নিজেরদের জমিদারি বানিয়ে ফেলেছেন। সব জায়গায় নিজেদের লোক। দলেরই বিক্ষুব্ধ বা বিরোধীদের কাউকেই পছন্দ করেন না তাঁরা। পদ বিলিতেও স্বজনপোষণ। দুইজনই কার্যত দলে ছড়ি ঘুরিয়ে চলেছেন। শুধু তাই নয়, নানান সময়ে এই খবরও ভেসে উঠেছে যে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে হাত করে নিজেই দলের রাজ্য সভাপতির পদ পাওয়ার চেষ্টা করে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেই পদ পাওয়া ও তা ধরে রাখা নিয়ে দুইজনের মধ্যে বিরোধও মারাত্মক আকার ধারন করেছে। এই সব অভিযোগ সত্য হোক বা না হোক, দুইয়ের মধ্যে দূরত্ব যে প্রকট তা শুক্রবার প্রমাণ হয়ে গেল রাজ্য বিধানসভায় একের উপস্থিতিতে অন্যের অনুপস্থিতির ঘটনা। নজরে বঙ্গ বিজেপির(Bengal BJP) সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।

এদিন অর্থাৎ শুক্রবার রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) এসেছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। যদিও তিনি বিধায়ক নন। এদিন তিনি বিধানসভা ভবনে দলের বিধায়কদের সঙ্গে একটি বৈঠকও করেন। উল্লখযোগ্য ভাবে সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, দলের রাজ্য সভাপতির বিধানসভায় আসার খবর পেয়ে বিধানসভায় এসে অধিবেশনে যোগ দিয়েও মাঝপথে বেরিয়ে যান বিরোধী দলনেতা। সামনের ২৯ তারিখ বিজেপির সভায় যোগ দিতে আসছেন দলেরই নম্বর টু নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। সেই সভার আগে, পদ্মশিবিরের তরফে দলের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরার ভীষণ প্রয়োজন ছিল। কিন্তু তা হল কই! বঙ্গ বিজেপির পরিষদীয় কক্ষে দলের অনৈক্যের ছবি এখন ভাইরাল সমাজমাধ্যমে। অস্বস্তিতে পড়েছেন দলেরই নেতা থেকে কর্মী এবং সাংসদ থেকে বিধায়কেরা।

এদিন বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে সুকান্ত মজুমদার বিধায়কদের জানান, রাজ্যের যেসব বাসিন্দা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত তাঁদের নিয়ে এবার আন্দোলন শুরু করবেন তাঁরা। তাঁর দাবি, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা ঢুকছে বাংলার কোষাগারে। অথচ রাজ্যে সেই সব প্রকল্পের কাজ হচ্ছে না। যারা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকারের অভিযোগ তুলছেন এবং রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছেন তাঁদের নিয়েই এবার আন্দোলন করবে বিজেপি। রাজ্যে নানা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে বলে বহু মানুষ বঞ্চিত হচ্ছেন প্রাপ্য সুবিধা থেকে। এক্ষেত্রে আবাস যোজনার ঘর হতে পারে কিংবা ১০০ দিনের কাজের টাকা, পানীয় জলের সংযোগ যায় কেন্দ্রীয় সরকার চাইলেও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

বিজেপি এবার এইসব দুর্নীতিকে হাতিয়ার করে ময়দানে নামবে। কেন্দ্রের প্রকল্প মানুষের কাছে ঠিকভাবে পৌঁছনোর জন্য মানুষকে সচেতন করারও চেষ্টা করা হবে। তৃণমূলের তরফে বারবার টাকা বন্ধের অভিযোগ করা হয়। সেক্ষেত্রে কারা সত্যিই কাজ করে টাকা পাননি, তাদের তালিকা প্রস্তুত করার জন্যও বিধায়কদের এদিন বলেছেন সুকান্ত। বলেই সূত্রের খবর। কারা কারা টাকা পাচ্ছেন না, তা দলের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানানো হবে বলেও এদিন সুকান্ত দলের বিধায়কদের আশ্বাস দিয়েছেন। বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, ‘গরিব মানুষ টাকা পাক, এটা আমরাও চাই। কিন্তু সেই গরিব মানুষ কারা, তা চিহ্নিত হওয়া দরকার।’ টাকা বন্ধ ঠিক হচ্ছে কিনা মানুষের থেকেই জানতে চায় বিজেপি। সেই রিপোর্ট যাবে দিল্লিতে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমে ফের জেলা সফরে মমতা, মুর্শিদাবাদের পাশাপাশি যাচ্ছেন উত্তরবঙ্গে

বঙ্গে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে, জেলায় কুয়াশার প্রভাব থাকবে

মানিকতলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ক্লাবঘরে একাধিকবার ধর্ষণ যুবতীকে

তরুণ ক্রিকেটারের রহস্যমৃত্যু, এসএসকেএমে বিক্ষোভ পরিবারের

টার্গেট অভিজাত আবাসন, চায়ের দোকানে বসেই মাত্র ১৯ বছরেই লক্ষাধিক টাকার মালিক

ফের পশ্চিমি ঝঞ্ঝার দাপট, কবে মিলবে শীতের আমেজ, বড় আপডেট হাওয়া অফিসের  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর