বাংলায় 'জগন্নাথদেব' কোথায় পেলেন মোদি! প্রশ্ন বিজেপিরই অন্দরে
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বহিরাগতরা এসেছে বাংলা দখল করতে। মুখে তাঁদের শুধু একটাও শ্লোগান, 'জয় শ্রীরাম'। তাঁরা বাংলা নিয়ে যে কত অজ্ঞ সেটা তাঁরা নিত্যদিনই বুঝিয়ে দেন নিজেদের কথায়। কেউ শান্তিনিকেতনকে বিশ্বকবির জন্মস্থান বানিয়ে দেন তো কেই হরিচাঁদ ঠাকুরকে হরিশচন্দ্র বানিয়ে দেন। এদিন তেমনই ধাক্কা লাগলো খোদ প্রধানমন্ত্রীর ভাষণে। হুগলি জেলার সাহাগঞ্জে সভা করতে এসে এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণের শুরুতেই বলে বসলেন, 'জগন্নাথদেব' এর জেলায় আসতে পেরে তিনি খুব খুশি। মঞ্চে তখন মুখ চাওয়াচায়ি করছেন বিজেপি নেতারা। কারন 'জগন্নাথদেব' বলতে মোদি ঠিক কাকে বোঝাতে চেয়েছেন না তখন বিজেপির কোনও নেতা বুঝতে পেরেছেন না মোদির সভা শেষ হয়ে যাওয়ার পরেও কেউ বুঝতে পেরেছেন। বরঞ্চ বলা ভাল প্রধানমন্ত্রীর ভাষণে এখন খোঁজ পড়েছে বাংলার 'জগন্নাথদেব' কে তা নিয়ে!
হুগলি জেলার কামারপুকুরে জন্মেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আবার হুগলির উত্তরপ্রান্ত ছুঁয়ে থাকা নদিয়ায় জন্মেছেন শ্রীচৈতন্যদেব। কিন্তু মোদি এদের নিশ্চয়ই 'জগন্নাথদেব' বলে সম্বোধন করবেন না। আবার মাহেশের জগন্নাথের কথাও তিনি বলেননি। তাহলে এই জগন্নাথদেব কে? এই প্রশ্নের উত্তরই এখন হাতড়ে চলেছেন রাজ্য বিজেপির নেতারা। বলা তো যায় না যদি পড়া ধ্রা শুরু করে দেন অমিত স্যার, 'বল তো প্রধানমন্ত্রীর ভাষণে থাকা জগন্নাথদেব কে?' এই ভয়ে এখন হুগলি জেলার বিজেপি নেতা থেকে শুরু করে রাজ্য বিজেপি নেতারাও হন্যে হয়ে নেমে পড়েছেন হুগলির মাটি থেকে 'জগন্নাথদেব' কে খুঁজে বার করতে। একান্তই না পেলে মাহেশের জগন্নাথ তো রয়েইছেন। তাঁকেই না হয় তুলে ধরা যাবে।
হুগলি জেলার কামারপুকুরে জন্মেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আবার হুগলির উত্তরপ্রান্ত ছুঁয়ে থাকা নদিয়ায় জন্মেছেন শ্রীচৈতন্যদেব। কিন্তু মোদি এদের নিশ্চয়ই 'জগন্নাথদেব' বলে সম্বোধন করবেন না। আবার মাহেশের জগন্নাথের কথাও তিনি বলেননি। তাহলে এই জগন্নাথদেব কে? এই প্রশ্নের উত্তরই এখন হাতড়ে চলেছেন রাজ্য বিজেপির নেতারা। বলা তো যায় না যদি পড়া ধ্রা শুরু করে দেন অমিত স্যার, 'বল তো প্রধানমন্ত্রীর ভাষণে থাকা জগন্নাথদেব কে?' এই ভয়ে এখন হুগলি জেলার বিজেপি নেতা থেকে শুরু করে রাজ্য বিজেপি নেতারাও হন্যে হয়ে নেমে পড়েছেন হুগলির মাটি থেকে 'জগন্নাথদেব' কে খুঁজে বার করতে। একান্তই না পেলে মাহেশের জগন্নাথ তো রয়েইছেন। তাঁকেই না হয় তুলে ধরা যাবে।
More News:
3rd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
Leave A Comment