এই মুহূর্তে




বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন, বড় ইঙ্গিত দিলীপ ঘোষের




নিজস্ব প্রতিনিধি: বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন, সে দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। ২০২৬ সালে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বিজেপির সভাপতি পদে কে বসবেন, নাকি সুকান্ত মজুমদার থেকে যাবেন, তা নিয়েই চলছে জোর চর্চা। কিন্তু এ নিয়ে দলের কেউই মুখ খুলতে নারাজ। তবে এবার এ বিষয়ে ছোট্ট ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ। আপাতত বঙ্গ বিজেপি সভপতি নির্বাচনের পথ কতটা এগিয়েছে তা জানালেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে তিনি জানিয়েছেন, দলের সভাপতি নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত সর্বোচ্চ নেতৃত্বই নেবেন। আর তা নিয়ম মেনেই হবে। তবে কথাবার্তা চলছে, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তাঁর কথায়, ‘বিজেপিতে প্রতি তিন বছর অন্তর সাংগঠনিক নির্বাচন হয়। শুধু এ রাজ্যে নয়, সব রাজ্যের ক্ষেত্রেই প্রক্রিয়া একই। সর্বভারতীয় নেতারা যাঁকে উপযুক্ত মনে করবেন, তাঁকে সভাপতির আসনে বসাবেন তাই চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লি থেকেই নেওয়া হবে। তবে অপেক্ষা করুন। সময়মতো সব জানানো হবে। দলের উপর আস্থা রাখুন। মুলত ব্লক স্তর হোক বা রাজ্যস্তর, পদাধিকারী নির্বাচনের ক্ষেত্রে বিজেপির নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। পাশাপাশি নমিনেশন পর্বও থাকে। তবে রাজ্য সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে সেই নমিনেশন প্রক্রিয়ার কাজ এখনও শুরু হয়নি। যেদিন নমিনেশন হবে তার এক দু’দিনের মধ্যেই মুখ্য নির্বাচন হয়ে যাবে।

২০২১ সালে বিজেপির রাজ্য সভাপতি পদে নিযুক্ত হন সুকান্ত মজুমদার। তিন বছর ধরে তিনি এই পদ সামলাচ্ছেন। তবে এবার সভাপতি বদলানোর পালা। সামনেই বিধানসভা ভোট, যা বিজেপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই ভোটের আগে কোনওরকম তাড়াহুড়ো করবে না দল, সেটাই মনে করছে দলীয় কর্মীরা। অনেকেই বলছেন, সুকান্ত মজুমদারকে হয়তো আগামী ভোট পর্যন্ত থাকবেন। সম্প্রতি বিজেপির সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা হয়েছে। এ নিয়ে দলের অন্দরে ক্ষোভ দেখা দিয়েছিল। তাই বিধানসভা ভোটের আগে সভাপতি পদে কোনও বদল আসবে না বলেই ধারণা। এদিকে ইদানিং দিলীপ ঘোষ যে ভাবে সাংগঠনিক ক্ষেত্রে সক্রিয় হয়ে উঠেছেন, তাতে পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে তাঁকে দেখা গেলে কেউই অবাক হবে না। তবে তিনি বরাবরই একই ফর্মে থাকবেন বলে জানিয়েছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সদ্য বিবাহিত দিলীপকে আমন্ত্রণ জানাল রাজ্য সরকার, দিঘার মন্দির উদ্বোধনে কি থাকবেন তিনি?

পহেলগাঁও হামলার জের, রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, নজরে সীমান্ত

কালবৈশাখীর সতর্কতা, দক্ষিণের কোন জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত লোকাল ট্রেন রবিবার চালাবে পূর্ব রেল

মহিলার স্তনে হাত দেওয়ার চেষ্টা ‘ধর্ষণ ‘না, ‘চরম যৌন নির্যাতন’ বলে অভিমত কলকাতা হাইকোর্টের

শহিদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখমন্ত্রীর

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর