-273ºc,
Friday, 2nd June, 2023 9:31 pm
নিজস্ব প্রতিনিধি: স্বেচ্ছায় সহমরণ! সহমরণ ঠিক নয়, তবে কিছুটা ওই রকমই। স্বামীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই আত্মঘাতী (SUICIDE) হয়েছেন স্ত্রী। স্বামী বিয়োগ সহ্য করতে পারেননি তিনি। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। উদ্ধার হয়েছে মৃতার স্যুইসাইড নোট।
রবিবার সকালের ঘটনা। আত্মহত্যার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বারুইপুর পুরসভায়। মৃত দম্পতির বাড়ি ওই পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার এসডিপিও অফিসের পেছেনে। পুলিশের (POLICE) প্রাথমিক অনুমান, স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে শোকে আত্মহত্যা করেছেন স্ত্রী। মৃতার নাম মলি বসু। বয়স আনুমানিক প্রায় ৪৫ বছর।
জানা গিয়েছে, স্বামী (HUSBAND) প্রেমানন্দ বোস ও স্ত্রী (WIFE) মলি বসু থাকতেন এলাকার একটি বহুতল আবাসনে। ওই আবাসনের ৪ চলায় থাকতেন দম্পতি। তাঁদের কোনও সন্তান ছিল না। স্বামীর ফুসফুস ও একাধিক শারীরিক সমস্যা ছিল। তাঁকে গত শনিবার ভর্তি করা হয়েছিল বারুইপুর হাসপাতালে। জানা গিয়েছে, ওই রাতেই মৃত্যু হয়েছিল স্বামীর। স্বামীর মৃত্যুর খবর পেতেই ভেঙে পড়েছিলেন স্ত্রী। তার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে স্ত্রীর ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি। সেখানে লেখা ছিল, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। উল্লেখ্য, ঝুলন্তদেহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশের দল। মৃতার দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা গিয়েছে। নেমে এসেছে শোকের ছায়া।