corona 01

বাংলায় হাজির হেমন্ত! শীতর পথে এবারেও বাধা ঝঞ্ঝা আর নিম্নচাপ

Share Link:

বাংলায় হাজির হেমন্ত! শীতর পথে এবারেও বাধা ঝঞ্ঝা আর নিম্নচাপ

নিজস্ব প্রতিনিধি: মা দূর্গা জলে পড়তেই রাতারাতি বদলে গেল বাংলার আবহাওয়া। ঘচ করে নেমে গেল পারা। রাতে তো বটেই দিনের বেলাতেও এখন কেমন একটা শিরশিরানি ভাব। তা দেখে অনেকেই মনে করছেন শীত বোধহয় পড়ে গেল। না শীত এখনও পড়েনি, তবে আজই দেশ থেকে বর্ষা এবারকার মতো বিদায় নিচ্ছে। একই সঙ্গে বর্ষার পিছু পিছু বাংলায় এসে হাজির হয়েছে হেমন্ত। আর তার জেরেই পারা পতন। তবে এবারেও ধাক্কা খাবে শীতের ব্যাটিং। গত বছরের মতো এবারেও জাঁকিয়ে শীত নাও পড়তে পারে। কারন এবারেও শীতের পথে কাঁটা বিছোতে পারে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা আর সাগরে সৃষ্ট নিম্নচাপ।

দশমী গড়াতেই কলকাতা সহ রাজ্যের নানাপ্রান্তে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। কলকাতার বুকে দমদম বা সল্টলেকের মতো এলাকায় পারা নেমেছে ২১ ডিগ্রিতে। একই অবস্থা আলিপুরেরও। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আবার পারা ২০ ডিগ্রির নীচে চলে গিয়েছে। সেই সঙ্গে গায়ের চামড়ায় পড়ছে টান। ফাটছে ঠোঁট। তা দেখেই অনেকের মনে হয়েছে শীত বোধহয় হাজির হয়েছে বাংলার বুকে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এটা মোটেও শীত নয়। তবে শীত আসার আগের অবস্থা। আদতে বাংলায় হাজির হয়েছে হেমন্ত ঋতু। এদিনই গোটা দেশ থেকে বিদায় নিচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি হাওয়া। আর সেই হাওয়ার পিছে পিছে বাংলায় হাজির হয়েছে উত্তর ভারতের শুকনো ঠান্ডা বাতাস। সেই বাতাসের আগমনেই তাপমাত্রার পতন ঘটেছে বাংলায়। বুধবার ভোরে সেই কারনেই আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ২১.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে দু'ডিগ্রি কম। দমদমে আবার তাপমাত্রা নেমেছে ২১.৯ ডিগ্রিতে, সল্টলেকে ২২ ডিগ্রিতে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে পারা নেমেছে ২০ ডিগ্রির নীচে।
 
একই সঙ্গে আলিপুরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগনে নতুন করে আরও একটি নিম্নচাপ দান বাঁধতে চলেছে। তার জেরে আগামী মাসের শুরুতে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় দিনে ঠান্ডা লাগলেও রাতে বাড়বে উষ্ণতা। বইবে দক্ষিনা হাওয়াও। তাই এখন যেমন বাতাসে একটা শিরশিরানি ভাব রয়েছে, যা হেমন্তের নিজস্ব বৈশিষ্ট্য তা কিন্তু নভেম্বরের শুরুতে উধাও হতে পারে কিছুদিনের জন্য। নিম্নচাপ কেটে গেলে আবারও ফিরবে সেই শিরশিরানি ভাব। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবারেও গত বছরের মতো শীতের দাপট নাও দেখা যেতে পারে। কারন এক তো বঙ্গোপসাগত্রের বুকে একের পর এক নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা রয়েছে। তেমনি সম্ভাবনায় রয়েছে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝাএ হাত ধরে শীতবৃষ্টির সম্ভাবনাও। একই সঙ্গে এবারেও রাজ্যে অনুপস্থিত থাকতে পারে চিরাচরিত শৈত্যপ্রবাহও।

Comm Ad 2020-tantuja-body

More News:

Leave A Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এই মুহূর্তে Live

2020 New Ad HDFC 05

Stay Connected

Get Newsletter

Featured News

Advertisement

Comm Ad 2020-LDC Egg

খিদিরপুর থেকে শুরু করে বেহালা, হরিদেবপুর,

খিদিরপুর থেকে শুরু করে বেহালা, হরিদেবপুর,

মুদিয়ালী ছুঁয়ে সোধপুর পার্ক

মুদিয়ালী ছুঁয়ে সোধপুর পার্ক

বাবুবাগান হয়ে উদ্বোধনের যাত্রা শেষ হল একডালিয়া,

বাবুবাগান হয়ে উদ্বোধনের যাত্রা শেষ হল একডালিয়া,

হিন্দুস্থান পার্ক, ত্রিধারার চত্বরে এসে।

হিন্দুস্থান পার্ক, ত্রিধারার চত্বরে এসে।

#

#

#

#

#

#

#

#

#

#

#

#

Voting Poll (Ratio)

Comm Ad 006 TBS

Editors Choice

2020 New Ad HDFC 05