এই মুহূর্তে




রবিবারের বৈঠকের আগে ‘অধিনায়ক অভিষেকের’ পোস্টার ছেয়ে গেল দক্ষিণ কলকাতায়




নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতদিন দলের অন্যতম সেনাপতি বলেই সম্বোধন করা হত। আচমকা তিনি অধিনায়ক। বিগত দিনে তৃণমূল যতবার বে-ফাঁস মন্তব্য পেশ করেছে, বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। আরজি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনের সময় যখন তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা আন্দোলনকারীদের কটাক্ষ করতে ব্যস্ত তখনও ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে কথা বলতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাই তাঁর বুদ্ধিমত্তা নিয়ে সন্দেহ নেই কারও।

বহু দিন পর গত শনিবার অভিষেক সামনে থেকে পরিচালনা করেছিলেন দলীয় নেতৃত্বের বৈঠক। আগামী রবিবার তাঁর নাম সামনে রেখে দলীয় সমর্থকদের একাংশ ‘রণকৌশল বৈঠক’ করতে চলেছেন দক্ষিণ কলকাতায়। হলুদ পতাকায় লেখা ‘অধিনায়ক অভিষেক’-এ ছেয়ে গিয়েছে কলকাতার দক্ষিণাঞ্চল। এই পতাকা টানিয়েছে ‘ফ্যাম ফর টিএমসি’ নামের তৃণমূল সমর্থকদের একটি গোষ্ঠী। সেই সঙ্গে টাঙানো হয়েছে হোর্ডিং।

বৈঠকের ডাক দেওয়া হয়েছে গাঙ্গুলিবাগানের কলতান কমিউনিটি হলে আগামী রবিবার। কিসের জন্য এই বৈঠক? হঠাৎ অধিনায়কই বা কেন অভিষেক? জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সঠিক রূপরেখা নির্মাণের জন্যই ডাকা হয়েছে বৈঠক। তৃণমূল সহ সব রাজনৈতিক দলেরই এখন পাখির চোখ বিধানসভা নির্বাচন। আর সেখানে সূচাগ্র জমি ছাড়তেও নারাজ তৃণমূল। তাই আগেভাগেই রূপরেখা তৈরির চিন্তাভাবনা। রবিবারের বৈঠক কতটা ফলপ্রসূ হল তা বলবে ২০২৬ এর ফলাফল। আপাতত অধিনায়কের নির্দেশ পাওয়ার জন্য আর দুদিনের অপেক্ষা।

গত শনিবার ভোটার তালিকা নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক। যে বৈঠকে যোগ দিয়েছিলেন সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি থেকে দলের সর্বস্তরের প্রায় সাড়ে চার হাজার নেতানেত্রী। সেই বৈঠকেই স্পষ্ট হয়েছিল ধীরে ধীরে জায়গা ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, তাঁর লন্ডন সফরের সময়ে দলের কাজ দেখবেন সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সেনাপতিকে অধিনায়ক পদে উন্নীত করার প্রচেষ্টা তিনিও চালিয়ে যাচ্ছেন।

সকলেই যে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বের চোখে দেখছেন তা নয়। কারও কারও মতে এ আসলে উত্তর কলকাতার সঙ্গে দক্ষিণ কলকাতার প্রতিদ্বন্দিতার ফল। সম্প্রতি তৃণমূলের পৃথক একটি সমর্থক গোষ্ঠী উত্তর কলকাতায় একটি আলোচনাসভা করেছিল। তার পরেই দক্ষিণ কলকাতায় হতে চলেছে রণকৌশল বৈঠক।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অতি শীঘ্র ধর্মতলা থেকে শিয়ালদা রুটে ছুটবে কলকাতা মেট্রো

গুজরাত পুলিশের হাতে বাংলাদেশি সন্দেহে আটক মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, পরে মুক্ত

২৭ থেকে ২৯ এপ্রিল বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

ঝালদার মসজিদ থেকে পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদের স্লোগান

জঙ্গি যোগে আটক কৃষ্ণনগরের যুবক, ভয় দেখাতে গিয়ে নিজেই পুলিশের জালে, তদন্তে NIA

দিঘায় মন্দির উদ্বোধন, যান চলাচল নিয়ন্ত্রণে কী ব্যবস্থা প্রশাসনের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর