এই মুহূর্তে

মুখে মমতা বিরোধিতা, অথচ পদে পদে অনুকরণ

নিজস্ব প্রতিনিধি: মুখে হাজারো মমতা(Mamata Banerjee) বিরোধিতা, অথচ পদে পদে সেই মমতাকেই অনুকরণ। এটাই গেরুয়া ব্রিগেডের কাজ হয়ে উঠেছে। অন্তত যোগীরাজ্য উত্তরপ্রদেশের(Uttar Pradesh) দিকে চাইলেই সেই ছবি পদে পদে ধরা পড়ছে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার উন্নয়নকে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে তুলে ধরে যোগী রাজ্যের উন্নয়ন বলে চালাতে গিয়ে ধরা পড়েছে গেরুয়া ব্রিগেড। এবার দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা আর্থসামাজিক প্রকল্পগুলিকে নকল করে এবার সেখানেও বেশ কিছু আর্থসামাজিক প্রকল্প চালু করা হয়েছে। বিজেপির এই দ্বিচারিতা এখন তৃণমূল যেমন তারিয়ে তারিয়ে উপভোগ করছে তেমনি মুখ পুড়ছে বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতাদের। তাঁরা বাংলার রাস্তাঘাটে কথায় কথায় যেভাবে অন্নুয়নের মিথ্যার ঝাঁপি নিয়ে মমতার মুণ্ডপাত করেন এখন সেই সব ঝাঁপিকেই হাতিয়ার করছে দেশের অন্যতম ‘ডবল ইঞ্জিন’(Double Engine) সরকার উত্তরপ্রদেশের যোগী(Yogi Adityanath) প্রশাসন। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় এখন সব থেকে বেশি মুখ পোড়াচ্ছে বাংলার বিজেপি নেতাদেরই।

আরও পড়ুন চাকরির পরীক্ষার ১ লক্ষ খাতা হারিয়ে গিয়েছে, নয়া নিয়োগ দুর্নীতি

উত্তরপ্রদেশের সামাজিক উন্নয়নের জন্য ২০২৩-২৪ অর্থবর্ষে ‘আত্মনির্ভর উত্তরপ্রদেশ’ গড়ার লক্ষে প্রায় ৭ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে গতকাল, যা সে রাজ্যের ইতিহাসে একটা রেকর্ড। এর মধ্যে মোটা টাকা ধরা হয়েছে সামাজিক উন্নয়ন খাতে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ধাঁচেই সেই পদক্ষেপ করা হয়েছে বলেই মনে করছেন দেশের রাজনীতির বিশারদরা। বাংলায় ছাত্রীদের জন্য চালু রয়েছে ‘কন্যাশ্রী’(Kanyasree) প্রকল্প। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিয়ের জন্য রয়েছে ‘রূপশ্রী’(Rupasree) প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত এই দুই প্রকল্প ইতিমধ্যেই বিশেষ সমাদৃত হয়েছে বিশ্বমঞ্চে। মমতার সেই ‘রূপশ্রী’র ধাঁচেই সমাজের সমস্ত শ্রেণির মেয়েদের বিয়েতে অনুদান দিতে বাজেটে ‘সামুহিক বিবাহ’ প্রকল্পে ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরপ্রদেশ সরকার। একইসঙ্গে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিয়ের জন্য বাজেটে আলাদাভাবে ১৫০ কোটির প্রস্তাব রাখা হয়েছে। আবার ‘কন্যাশ্রী’র ধাঁচে চালু করা ‘চিফ মিনিস্টার কন্যা সুমঙ্গলা যোজনা’য় বরাদ্দ করা হয়েছে ১ হাজার ৫০ কোটি টাকা।    

আরও পড়ুন চিটফাণ্ড থেকে বি এড কলেজ, তাপসের কুকীর্তিতে জড়িয়ে বামেরাও

এখানেই থেমে যায়নি যোগীরাজ্যের ‘ডবল ইঞ্জিন’ সরকার। অনুসরন বা অনুকরণ হয়েছে অন্য ক্ষেত্রেও। কোভিডের সময় অনলাইনে পড়াশোনায় যাতে কোনওভাবে সমস্যা না হয় তার জন্য মমতা বাংলার পড়ুয়াদের হাতে তুলে দিয়েছেন স্মার্ট ফোন। শুধু তাই নয়, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করা পড়ুয়াদের হাতে ট্যাবও তুলে দিয়েছেন তিনি। এখন তো প্রতিবছরই একাদশ শ্রেনী থেকে কলেজ পড়ুয়াদের হাতে ‘তরুণের স্বপ্ন’(Taruner Swapna) প্রকল্পের মাধ্যমে ট্যাব তুলে দেওয়া হচ্ছে। কার্যত মমতার দেখানো সেই পথে হেঁটেই যোগী সরকার যোগ্য ছাত্রছাত্রীদের ট্যাব ও স্মার্ট ফোন দিতে ‘স্বামী বিবেকানন্দ ইয়ুথ এমপাওয়ারমেন্ট স্কিম’ চালু করেছে। বাজেটে সেই প্রকল্পের জন্য ৩ হাজার ৬০০ কোটি টাকাও বরাদ্দ করেছে। আবার কম্পিউটার ল্যাব এর জন্য মাদ্রাসাগুলিকে বাজেটে ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে যোগী সরকার। যদিও উত্তরপ্রদেশে প্রায় ২৩ হাজার মাদ্রাসা থাকলেও মাত্র ৫৬১টি মাদ্রাসা সরকারি অনুদান পেয়ে থাকে বলে প্রশাসন সূত্রে খবর। সেই সঙ্গে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হস্টেল ও স্কুলভবন নির্মাণে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৬ কোটি ৮১ লক্ষ টাকা। নতুন প্রকল্পগুলির জন্য বরাদ্দ করা হয়েছে ৩২ হাজার ৭২১ কোটি টাকা। আর পদে পদে এই মমতাকে অনুসরন করার ঘটনা এখন রীতিমত অস্বস্তিতে ফেলে দিয়েছে বঙ্গ বিজেপির নেতাদের।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্বপনে জেরবার বিজেপি, বারাসত হয়ে যাচ্ছে আসানসোল

রাজ্যের চাহিদা অনুযায়ীই কেরোসিন বরাদ্দ করবে কেন্দ্র, নির্দেশ হাইকোর্টের

‘বাংলাবিদ্বেষী বিজেপি বাংলার সংস্কৃতিকে উপহাস করছে’, তৃণমূলের আক্রমণে অস্বস্তিতে বিজেপি

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

কপালে স্টিকিং প্লাস্টার নিয়ে ইফতারে হাজির মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর