-273ºc,
Friday, 2nd June, 2023 4:25 am
নিজস্ব প্রতিনিধি: ক্যান্সার একটি জটিল রোগ। তার মধ্যে কোলোরেক্টাল ক্যান্সার আরও গুরুতর। তবে কোলোরেক্টাল ক্যান্সার শুধুমাত্র বয়স্কদেরই হয়। তবে আমেরিকান ক্যান্সার সোসাইটি বলছে, ৫৫বছরের কম বয়সী ব্যক্তিদের মধ্যে যে পাঁচটি ক্যান্সার দেখা দেয় তার মধ্যে অন্যতম কোলোরেক্টাল ক্যান্সার। কিন্তু কী কারণে এই ক্যান্সার হয় তা পরিষ্কার নয়। পরিবেশগত এবং বংশগত কারণে এই ক্যান্সার হতে পারে৷ প্রতিবেদন আরও বলা হয়েছে, কোলোরেক্টাল ক্যান্সার প্রায় এক তৃতীয়াংশ পারিবারিক ইতিহাসের সঙ্গে যুক্ত। শরীরের অতিরিক্ত ওজন কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
তবে এটি মাত্র ৫ শতাংশ দায়ী। কোলোরেক্টাল ক্যান্সার চিনিযুক্ত কোমল পানীয়, রেড মিট এবং প্রক্রিয়াজাত মাংস গ্রহণের কারণেও হতে পারে। ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীব মানুষের পরিপাকতন্ত্রকে আবদ্ধ করে। শরীরে যখন কোলোরেক্টাল ক্যান্সার বাসা বাঁধে তখন কোলন বা মলদ্বারের সুস্থ কোষগুলি পরিবর্তিত হয়ে তা টিউমারে আকার নেয়।
প্রাথমিক অবস্থায় কোলন ক্যান্সার সনাক্ত করা গেলে নিরাময়ের সম্ভাবনা থাকে। কারও যদি মলের সঙ্গে রক্ত দেখা যায় বা শরীরে অতিরিক্ত আয়রনের ঘাটতি হয় তাহলে কোলন ক্যান্সারের সম্ভাবনা থাকে। কোলোরেক্টাল ক্যান্সারের লক্ষণ, পেটে ব্যথা, কারণ ছাড়া ওজন কমে যাওয়া, ঘন ঘন মলের রঙ পরিবর্তন হওয়া ও মলের সঙ্গে রক্ত পড়া ইত্যাদি।