Comm Ad 2020-LDC epic

সেক্স লাইফে একঘেয়েমি কাটাতে দ্বিতীয় বিয়ে!

Share Link:

সেক্স লাইফে একঘেয়েমি কাটাতে দ্বিতীয় বিয়ে!

নিজস্ব প্রতিনিধি: অনেক স্বামী-স্ত্রীয়ের মধ্যে অশান্তি হয় শুধুমাত্র একঘেয়েমি সেক্স লাইফের কারণে। 'দ্য গার্ডিয়ান'য়ের কলামে এক মহিলা জানিয়েছেন, নিজের এক ঘেয়েমি সেক্স লাইফ থেকে মুক্তি পেতে দ্বিতীয়বার বিয়ে করেছেন তিনি। প্রথম বিয়েতে এই সমস্যার মুখোমুখি হয়েছিলেন ওই মহিলা, যার কারনে তাঁর প্রথম সম্পর্ক ভেঙ্গে যায়। তবে ওই এক সমস্যার সৃষ্টি হয়েছে দ্বিতীয় স্বামীর ক্ষেত্রেও। ওই মহিলা এক বিশেষজ্ঞকে জানিয়েছিলেন, 'প্রথম দিকে দ্বিতীয় স্বামীর সাথে সবকিছু ঠিকঠাক ছিল, তবে ধীরে ধীরে আমাদের মধ্যে সেই সংযোগ শেষ হতে শুরু করে।' 

তিনি আরও জানিয়েছেন, 'আমাদের সেক্স লাইফ উন্নত করতে আমাকে সব চেষ্টা করতে হবে। একদিন আমি আমার স্বামীকে সেক্স সম্মধিত কিছু ভিডিয়ো দেখতে ধরে ফেলি। তবে এতে আমার আপত্তি নেই কিন্তু আমাদের সেক্স লাইফ নষ্ট হয়ে গেছে। আমার স্বামী কখনো আমায় নিজে থেকে স্পর্শ করেনি, যার কারনে আমি ভেঙ্গে পরি।' 

বিশেষজ্ঞদের মতে, 'এই সময় একে অপরের পছন্দ সম্পর্কে কথা বলা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে দম্পতিরা একে অপরের পছন্দ অপছন্দ সম্পর্কে অজ্ঞাত থাকে। পুরুষ এবং মহিলা যেই হোক না কেন পর্ন দেখা খুব সাধারণ বিষয়, এর জন্য সেক্স লাইফে কোন খারাপ প্রভাব পড়ে না। আপনার সঙ্গীর সাথে কথা বলার পরে এবং আপনার প্রয়োজনীয়তাগুলি তাঁকে বলাটাই গুরুত্বপূর্ণ। এতে আপনার সেক্স লাইফ আরও উন্নত করে তুলবে।'

Comm Ad 2020-Valentine body

Leave A Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এই মুহূর্তে Live

Comm Ad 008 Myra

Stay Connected

Get Newsletter

Featured News

Advertisement

Comm Ad 006 TBS

নিউ ইয়র্কে শুরু হল মেট গালা ২০২১। নিউইয়র্কে এই অনুষ্ঠানে ছিল তারকাদের ভিড়। ফ্যাশন, স্টাইল ও দুর্দান্ত ডিজাউনে সব তারকারা হাজির হয়েছিলেন বিচিত্র সব পোশাক পরে। মেট গালার রেড কার্পেটে হাঁটার জন্য কী পরবেন সেলেবরা, তার প্রস্তুতি চলতে থাকে বছরের পর বছর ধরে। করোনার কারণে গত বছর আসরটি বসেনি। তাই এবার যেন তারার মেলা বসে গিয়েছিল।

নিউ ইয়র্কে শুরু হল মেট গালা ২০২১। নিউইয়র্কে এই অনুষ্ঠানে ছিল তারকাদের ভিড়। ফ্যাশন, স্টাইল ও দুর্দান্ত ডিজাউনে সব তারকারা হাজির হয়েছিলেন বিচিত্র সব পোশাক পরে। মেট গালার রেড কার্পেটে হাঁটার জন্য কী পরবেন সেলেবরা, তার প্রস্তুতি চলতে থাকে বছরের পর বছর ধরে। করোনার কারণে গত বছর আসরটি বসেনি। তাই এবার যেন তারার মেলা বসে গিয়েছিল।

দৃষ্টি আকর্ষণ করেছেন লিল নাসকের রাজকীয় পোশাক। সোনালি সুপারহিরোর পোশাকে হাজির ছিলেন তিনি।

দৃষ্টি আকর্ষণ করেছেন লিল নাসকের রাজকীয় পোশাক। সোনালি সুপারহিরোর পোশাকে হাজির ছিলেন তিনি।

সম্পূর্ণ কালো পোশাক নজর কাড়লেন কিম কারদাশিয়ান।

সম্পূর্ণ কালো পোশাক নজর কাড়লেন কিম কারদাশিয়ান।

রালফ লরেনের তৈরি পশমের পোশাকে ধরা দিয়েছেন জেনিফার লোপেজ। সঙ্গে ছিলেন বেন অ্যাফ্লেক। এ বার সামাজিক অনুষ্ঠানেও দেখা দিলেন যুগলে। মেট গালা ২০২১-এর হোয়াইট কার্পেটে অবশ্য আলাদাই হাঁটলেন জেনিফার ও বেন। ভিতরে গিয়ে মাস্ক পরেই চুম্বনে মগ্ন হলেন দুই তারকা।

রালফ লরেনের তৈরি পশমের পোশাকে ধরা দিয়েছেন জেনিফার লোপেজ। সঙ্গে ছিলেন বেন অ্যাফ্লেক। এ বার সামাজিক অনুষ্ঠানেও দেখা দিলেন যুগলে। মেট গালা ২০২১-এর হোয়াইট কার্পেটে অবশ্য আলাদাই হাঁটলেন জেনিফার ও বেন। ভিতরে গিয়ে মাস্ক পরেই চুম্বনে মগ্ন হলেন দুই তারকা।

সুপার মডেল ইমন চমত্কার পালকযুক্ত স্বর্ণ এবং বেইজ হেডড্রেস এবং স্কার্ট বেছে নিয়েছিল। মাথার পিছনে বসানো সাদা আর সোনালি হেড পিস দেখাল চক্রের মতো।

সুপার মডেল ইমন চমত্কার পালকযুক্ত স্বর্ণ এবং বেইজ হেডড্রেস এবং স্কার্ট বেছে নিয়েছিল। মাথার পিছনে বসানো সাদা আর সোনালি হেড পিস দেখাল চক্রের মতো।

Voting Poll (Ratio)

Comm Ad 2020-Valentine RC
Comm Ad 006 TBS