Puja21-Ad02

দারিদ্রতা দূর করতে দ্রুত সরিয়ে ফেলুন এই ৭টি জিনিস

Share Link:

দারিদ্রতা দূর করতে দ্রুত সরিয়ে ফেলুন এই ৭টি জিনিস

নিজস্ব প্রতিনিধি: সুখ ও শান্তিতে থাকতে সকলেই চায়। এটা ছাড়া কেউ থাকতে পারে না বললেই চলে। কিন্তু এই সুখ ও শান্তি জীবনে আনতে গেলে দরকার ভালো আর্থিক অবস্থা। দারিদ্রতার সঙ্গে পাল্লা দিয়ে খুব কম মানুষই সুখী হতে পারেন এবং শান্তিতে ঘুমাতে পারেন। না পাঠকরা, বিশালার অর্থের কথা বলছি না। কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন মতো আর্থিক অবস্থা সবারই থাকা দরকার।

আমরা নিজেদের দারিদ্রতার হাত থেকে বাঁচার জন্য এবং নিজেদের আর্থিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য অনেক কিছুই করে থাকি। কিন্তু বাস্তু শাস্ত্র বলে দ্রুত আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য ঘর থেকে সরিয়ে ফেলুন এই ৭টি জিনিস। কারণ, এই গুলি বাড়িতে থাকলে কোনও দিনও উন্নতি হবে না আপনার আর্থিক অবস্থার।

একনজরে দেখে নেওয়া যাক সেগুলি কী কী-

১। ভাঙা কাচ- বাড়িতে ভাঙা কাচ থাকলে দ্রুত দূর করুন। কারণ, এটি খুবই অশুভ।

২। ভাঙা বিছানা- ভাঙা খাট ঘরে না রাখাই ভালো। এটা ঘরে অশান্তি সৃষ্টি করে। এছাড়া আর্থিক উন্নতিতে বাধা দেয়।

৩। ভাঙা ছবি- কোনও ভাঙা ছবি বা ফোটো ফ্রেমকে বাড়ির ভিতরে কোথাও স্থান দেওয়া উচিত নয়। এটি বাস্তু মতে খুবই খারাপ জিনিস।

৪। ভাঙা বাসনপত্র- বাস্তু শাস্ত্র অনুযায়ী ভাঙা বাসন-পত্র সংসারে সুখ ও শান্তি বিলম্ব করে।

৫। খারাপ বা বন্ধ ঘড়ি- খারাপ বা বন্ধ ঘড়ি বাড়িতে থাকলে এক্ষুণি সরিয়ে ফেলুন। কারণ, বাস্তু মতে ইহা শুভ সময়কে থামিয়ে দেয়।

৬। ভাঙা সদর দরজা- বাড়ির সদর দরজা ভাঙা হলে তা দ্রুত সারিয়ে ফেলার ব্যবস্থা করুন। কারণ, এটা আর্থিক উন্নয়নকে আটকে দেয়।

৭। ভাঙা আসবাবপত্র- ভাঙা চেয়ার, টেবিল জাতীয় জিনিস বাড়িতে রাখা উচিত নয়। বাস্তু অনুযায়ী এগুলির জন্য আর্থির উন্নতি ঘটে না।    

Puja21-Ad02

Leave A Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এই মুহূর্তে Live

Comm Ad 026 BM

Stay Connected

Get Newsletter

Featured News

Advertisement

corona 02

নিউ ইয়র্কে শুরু হল মেট গালা ২০২১। নিউইয়র্কে এই অনুষ্ঠানে ছিল তারকাদের ভিড়। ফ্যাশন, স্টাইল ও দুর্দান্ত ডিজাউনে সব তারকারা হাজির হয়েছিলেন বিচিত্র সব পোশাক পরে। মেট গালার রেড কার্পেটে হাঁটার জন্য কী পরবেন সেলেবরা, তার প্রস্তুতি চলতে থাকে বছরের পর বছর ধরে। করোনার কারণে গত বছর আসরটি বসেনি। তাই এবার যেন তারার মেলা বসে গিয়েছিল।

নিউ ইয়র্কে শুরু হল মেট গালা ২০২১। নিউইয়র্কে এই অনুষ্ঠানে ছিল তারকাদের ভিড়। ফ্যাশন, স্টাইল ও দুর্দান্ত ডিজাউনে সব তারকারা হাজির হয়েছিলেন বিচিত্র সব পোশাক পরে। মেট গালার রেড কার্পেটে হাঁটার জন্য কী পরবেন সেলেবরা, তার প্রস্তুতি চলতে থাকে বছরের পর বছর ধরে। করোনার কারণে গত বছর আসরটি বসেনি। তাই এবার যেন তারার মেলা বসে গিয়েছিল।

দৃষ্টি আকর্ষণ করেছেন লিল নাসকের রাজকীয় পোশাক। সোনালি সুপারহিরোর পোশাকে হাজির ছিলেন তিনি।

দৃষ্টি আকর্ষণ করেছেন লিল নাসকের রাজকীয় পোশাক। সোনালি সুপারহিরোর পোশাকে হাজির ছিলেন তিনি।

সম্পূর্ণ কালো পোশাক নজর কাড়লেন কিম কারদাশিয়ান।

সম্পূর্ণ কালো পোশাক নজর কাড়লেন কিম কারদাশিয়ান।

রালফ লরেনের তৈরি পশমের পোশাকে ধরা দিয়েছেন জেনিফার লোপেজ। সঙ্গে ছিলেন বেন অ্যাফ্লেক। এ বার সামাজিক অনুষ্ঠানেও দেখা দিলেন যুগলে। মেট গালা ২০২১-এর হোয়াইট কার্পেটে অবশ্য আলাদাই হাঁটলেন জেনিফার ও বেন। ভিতরে গিয়ে মাস্ক পরেই চুম্বনে মগ্ন হলেন দুই তারকা।

রালফ লরেনের তৈরি পশমের পোশাকে ধরা দিয়েছেন জেনিফার লোপেজ। সঙ্গে ছিলেন বেন অ্যাফ্লেক। এ বার সামাজিক অনুষ্ঠানেও দেখা দিলেন যুগলে। মেট গালা ২০২১-এর হোয়াইট কার্পেটে অবশ্য আলাদাই হাঁটলেন জেনিফার ও বেন। ভিতরে গিয়ে মাস্ক পরেই চুম্বনে মগ্ন হলেন দুই তারকা।

সুপার মডেল ইমন চমত্কার পালকযুক্ত স্বর্ণ এবং বেইজ হেডড্রেস এবং স্কার্ট বেছে নিয়েছিল। মাথার পিছনে বসানো সাদা আর সোনালি হেড পিস দেখাল চক্রের মতো।

সুপার মডেল ইমন চমত্কার পালকযুক্ত স্বর্ণ এবং বেইজ হেডড্রেস এবং স্কার্ট বেছে নিয়েছিল। মাথার পিছনে বসানো সাদা আর সোনালি হেড পিস দেখাল চক্রের মতো।

Voting Poll (Ratio)

Comm Ad 008 Myra
Comm Ad 2020-Valentine RC