চশমার ব্যবহারে কমতে পারে করোনার ঝুঁকি
Share Link:

নিজস্ব প্রতিনিধি: করোনা পরিস্থিতে চোখ, নাক, মুখে হাত না দেওয়ার কথা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মুখ, নাক, চোখে হাত দিলে করোনার সংক্রমণের মাত্রা বাড়তে পারে। এক রিপোর্টে জানা যায়, মানুষ নিজের মুখে গড়ে ২৩ বার স্পর্শ করেন। আর চোখে প্রতি ঘন্টায় তিনবার হাত দেন। মাস্ক পড়ে থাকলে অবশ্য হাত দিয়ে মুখ বা নাক স্পর্শ করাটা কমে যায়। কিন্তু মাস্ক চোখ আড়াল করতে পারেনা। সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় জিনিস চশমা।
এক গবেষণায় জানা গিয়েছে, যারা চশমা পড়েন না তাঁদের তুলনায় যারা চশমা পড়েন তাঁদের সংক্রমণের আশঙ্কা দুই থেকে তিনগুণ কম। অধিক সময় চশমা ব্যবহার করলে চোখ কচলানো বা চোখে হাত দেওয়া থেকে বিরত থাকবে মানুষ।
পাশাপাশি জানানো হয়েছে, সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে স্বাস্থ্যকর্মীদের চোখ সুরক্ষিত রাখতে তাঁদের ফেসশিল্ড বা গগলস পরা দরকার। তবে চশমা পড়লে যেই সুরক্ষা পাওয়া যায়। গগলস পরলে তাঁর থেকে বেশি নিরাপদ।
এক গবেষণায় জানা গিয়েছে, যারা চশমা পড়েন না তাঁদের তুলনায় যারা চশমা পড়েন তাঁদের সংক্রমণের আশঙ্কা দুই থেকে তিনগুণ কম। অধিক সময় চশমা ব্যবহার করলে চোখ কচলানো বা চোখে হাত দেওয়া থেকে বিরত থাকবে মানুষ।
পাশাপাশি জানানো হয়েছে, সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে স্বাস্থ্যকর্মীদের চোখ সুরক্ষিত রাখতে তাঁদের ফেসশিল্ড বা গগলস পরা দরকার। তবে চশমা পড়লে যেই সুরক্ষা পাওয়া যায়। গগলস পরলে তাঁর থেকে বেশি নিরাপদ।
More News:
2nd March 2021
1st March 2021
27th February 2021
27th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
24th February 2021
23rd February 2021
23rd February 2021
Leave A Comment