আজব কাণ্ড! বুথে ভোটার ৭০ জন, ভোট পড়ল ১৭১টি
Share Link:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাইরে।’ পাঁচ রাজ্যের বিধানসভা যে নির্বাচন কমিশনের ‘অপদার্থতায়’ তামাশায় পরিণত হয়েছে তার একের পর এক প্রমাণ মিলছে অসমে। দ্বিতীয় দফার ভোটে কমিশনের গাড়ি না থাকায় বিজেপি প্রার্থীর গাড়িতে করে ইভিএম চাপিয়ে নেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনার কথা আগেই প্রকাশ হয়েছিল। এবার যে আজব কাণ্ডের কথা প্রকাশ্যে এসেছে তাতে চক্ষু চড়কগাছ হওয়ার উপক্রম। বুথে ভোটারের চেয়ে বেশি ভোট পড়েছে ইভিএমে। আর তা চোখ বুঝে দেখে গিয়েছেন ভোটকর্মীরা। এমনকী সেই ইভিএম সিল করেও দিয়েছিলেন। ঘটনার কথা জানাজানি হতেই সংশ্লিষ্ট বুথের ভোট প্রক্রিয়ায় জড়িত পাঁচ ভোট কর্মীকে সাসপেন্ড করে দায় এড়িয়েছেন জেলার নির্বাচনী আধিকারিক।
বুথের ভোটারের চেয়ে বেশি ভোট পড়ার মতো অদ্ভুতুড়ে কাণ্ড ঘটেছে অসমের হাফলং বিধানসভা কেন্দ্রের ১০৭ নম্বর (এ) বুথে। হাফলংয়ের মৌলদাম নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে মূল বুথের পাশাপাশি খোতলির নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে অক্সিলিয়ারি বুথ খোলা হয়েছিল। গত ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন ওই বুথে গণতন্ত্র আর ভোটাধিকারের নামে রীতিমতো ছেলেখেলা চলেছে। খোতলির নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের অক্সিলিয়ারি বুথে ভোটার সংখ্যা ছিল ৯০। কিন্তু সেই বুথেই ভোট পড়েছে ১৭১টি। বিষয়টি গোচরে আসতেই ভোটের পরের দিন গত ২ এপ্রিল পাঁচ ভোট কর্মীকে সাসপেন্ড করে দিয়েছিলেন ডিমা হাসাও জেলার নির্বাচনী আধিকারিক। ওই পাঁচ ভোট কর্মী হলেন সেক্টর অফিসার সেইকোসিয়েম লাহানগাম, প্রিসাইডিং অফিসার প্রহ্লাদ চন্দ্র রায় ও তাঁর সঙ্গী তিন পোলিং অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।
বুথের ভোটারের চেয়ে বেশি ভোট পড়ার মতো অদ্ভুতুড়ে কাণ্ড ঘটেছে অসমের হাফলং বিধানসভা কেন্দ্রের ১০৭ নম্বর (এ) বুথে। হাফলংয়ের মৌলদাম নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে মূল বুথের পাশাপাশি খোতলির নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে অক্সিলিয়ারি বুথ খোলা হয়েছিল। গত ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন ওই বুথে গণতন্ত্র আর ভোটাধিকারের নামে রীতিমতো ছেলেখেলা চলেছে। খোতলির নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের অক্সিলিয়ারি বুথে ভোটার সংখ্যা ছিল ৯০। কিন্তু সেই বুথেই ভোট পড়েছে ১৭১টি। বিষয়টি গোচরে আসতেই ভোটের পরের দিন গত ২ এপ্রিল পাঁচ ভোট কর্মীকে সাসপেন্ড করে দিয়েছিলেন ডিমা হাসাও জেলার নির্বাচনী আধিকারিক। ওই পাঁচ ভোট কর্মী হলেন সেক্টর অফিসার সেইকোসিয়েম লাহানগাম, প্রিসাইডিং অফিসার প্রহ্লাদ চন্দ্র রায় ও তাঁর সঙ্গী তিন পোলিং অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।
More News:
19th April 2021
19th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
করোনা পজিটিভ রোগী বেড়েছে ৩০ শতাংশ, মোদিকে চিঠি কেজরিওয়ালের
18th April 2021
Leave A Comment