ধরাশায়ী বিজেপি! দিল্লি পুরভোটের উপনির্বাচনে জয়ী আপ
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে যখন ভোটযুদ্ধ সবে সবে শুরু হয়েছে ঠিক তখনই খাস দেশের রাজধানীর বুকে হয়ে ছোটখাটো এক পুরযুদ্ধ। নামে দিল্লি পুরনিগমের মাত্র ৫টি আসন। কিন্তু তার গুরুত্ব ছড়িয়ে পড়েছিল জাতীয় রাজনীতিতেও। কেননা যে এলাকায় ওই ৫টি আসনে উপনির্বাচন হয়েছে তা গতবছরের সুবিখ্যাত দিল্লি দাঙ্গার বিধ্বস্ত এলাকার মধ্যেই পড়ে। রোহিনী-সি, শালিমার বাগ, ত্রিলোকপুরী, কল্যাণপুরী, ও চৌহান বাঙ্গার এলাকার ওই পাঁচটি আসনের ফলাফল কী হয় তার দিকে এদিন সকাল থেকেই তাকিয়ে ছিল সারা দেশ। আর সেই ফলাফল সামনে আসতেই সবাই দেখল দাঙ্গা বিধ্বস্ত দিল্লির বাসিন্দা সপাটে চড় কষিয়েছে বিজেপির গালে। 'দেশ কী গদ্দারো কো, গোলি মারো শালো কো' খুব শ্লোগান চলেছিল দাঙ্গা বিধ্বস্ত দিল্লিতে। এদিন অবশ্য বিজেপির পরাজয় যতই পরিষ্কার হয়েছে ততই শ্লোগান চড়েছে বিজেপি বিরোধীদের মুখে, 'হো গয়া কাম, জয় শ্রীরাম।' কার্যত বিজেপির শ্লোগান চুরি করে বিজেপিকেই এবার বিঁধতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবিরের বিরোধিরা।
গত রবিবার দিল্লি পুরনিগমের এই ৫টি আসনে উপনির্বাচন হয়েছিল। এদিন সকাল থেকেই ওই ৫টি আসনে ভোট গণনা শুরু হতেই দেখা যায় বিরোধীদের থেকে ক্রমশই পিছিয়ে পড়ছে বিজেপি। আর গণনা শেষ হতে দেখা গেল ৫টির মধ্যে ৪টি আসনই গিয়েছে আপের দখলে। কংগ্রেস পেয়েছে ১টি। মুখ থুবড়ে পড়েছে মোদি-শাহের পার্টি। দাঙ্গা বিধ্বস্ত দিল্লিতে যে এখনও সাধারন মানুষ সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি এদিনের ফলাফল কার্যত সেই ইঙ্গিতই তুলে ধরলো। একই সঙ্গে এটাও বুঝিয়ে দিলে দিল্লিতে বসে মোদি শাহ যতই ভারত শাসন করুন না কেন, দিল্লি তাঁদের নয়। বাংলা সহ দেশের ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনে যখন কোমর বেঁধে নামতে চলেছে বিজেপি ঠিক তখনই দিল্লিবাসীর এই চড় বেশ ভালই বেগ দেবে মোদি-শাহদের। দিল্লিবাসী কার্যত ঝাঁটা দিয়েই ঝেঁটিয়ে বিদায় করেছে পদ্ম শিবিরকে।
গত রবিবার দিল্লি পুরনিগমের এই ৫টি আসনে উপনির্বাচন হয়েছিল। এদিন সকাল থেকেই ওই ৫টি আসনে ভোট গণনা শুরু হতেই দেখা যায় বিরোধীদের থেকে ক্রমশই পিছিয়ে পড়ছে বিজেপি। আর গণনা শেষ হতে দেখা গেল ৫টির মধ্যে ৪টি আসনই গিয়েছে আপের দখলে। কংগ্রেস পেয়েছে ১টি। মুখ থুবড়ে পড়েছে মোদি-শাহের পার্টি। দাঙ্গা বিধ্বস্ত দিল্লিতে যে এখনও সাধারন মানুষ সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি এদিনের ফলাফল কার্যত সেই ইঙ্গিতই তুলে ধরলো। একই সঙ্গে এটাও বুঝিয়ে দিলে দিল্লিতে বসে মোদি শাহ যতই ভারত শাসন করুন না কেন, দিল্লি তাঁদের নয়। বাংলা সহ দেশের ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনে যখন কোমর বেঁধে নামতে চলেছে বিজেপি ঠিক তখনই দিল্লিবাসীর এই চড় বেশ ভালই বেগ দেবে মোদি-শাহদের। দিল্লিবাসী কার্যত ঝাঁটা দিয়েই ঝেঁটিয়ে বিদায় করেছে পদ্ম শিবিরকে।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
'সাবধানে থাকুন, কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ আগামী তিন সপ্তাহ'
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
নষ্ট ৪৪ লক্ষের বেশি ডোজ, ভ্যাকসিনের ডোজ নষ্টে শীর্ষে তামিলনাড়ু
20th April 2021
20th April 2021
Leave A Comment