'আত্মনির্ভর ভারত'-এর ফসল 'ফৌজি', প্রকাশ্যে আনলেন অক্ষয়
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বহু প্রতীক্ষার অবসান। অবশেষে জনসাধারণের জন্য হাজির গ্যামিং অ্যাপ 'ফৌজি'। চিনা অ্যাপ নিষেধাজ্ঞার জেরে ভারতে বন্ধ হয় পাবজি। যার জেরে গ্যামিং দুনিয়ায় নতুন অ্যাপ আনার কথা দেন অক্ষয় কুমার। কিন্তু তাতে বেশ বিলম্ব হচ্ছিল। কিছুদিন আগেই 'ফৌজি'র আন্থেম সামনে আসে। আর আজ থেকেই ডাইউনলোড করে খেলা যাবে অক্ষয়ের এই দেশীয় পদ্ধতিতে বানানো গেম।
ভারতীয় জওয়ানদের ব্যাকগ্রাউন্ড নির্ভর এই গেম ইতিমধ্যেই গুগুল প্লে স্টোর, অ্যাপেল স্টোরেও পাওয়া যাচ্ছে 'ফৌজি'। এদিন প্রজাতন্ত্র দিবসে ভারতবাসীর কাছে দেশীয় পদ্ধতিতে বানানো অ্যাপ 'ফৌজি' নিয়ে এলেন খিলাড়ি কুমার।
সোশ্যাল মিডিয়া থেকে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে এই গেম নামাতে অনুরোধ করেছেন অক্ষয় কুমার। এদিন তিনি জানিয়েছেন, শত্রুদের সঙ্গে লড়াই করুণ, দেশের জন্য লড়াই করুণ, আমাদের পতাকাকে বাঁচান। আজকে থেকেই খেলুন ফৌজি।
২০২০ জুন মাসে লাদাখ সীমান্তে চিনা সেনার অতর্কিত হানায় শহিদ হন ২০ ভারতীয় জওয়ান। চিনকে ভাতে মারতে একাধিক পদক্ষেপ নেয় কেন্দ্র। চিনের বিভিন্ন সংস্থার একাধিক চুক্তি বাতিল করে রেল ও বিএসএনএল। তারপর থেকেই দুই দফায় প্রায় ১৫০টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। তারপরেই পাবজি সহ ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষনা করে কেন্দ্র। প্রধানমন্ত্রী দেশীয় পদ্ধতিতে বানানো গেমিং অ্যাপেরব জোর দিতে বলেন।
Face the enemy. Fight for your country. Protect Our Flag. India’s most anticipated action game, Fearless and United Guards: FAU-G takes you to the frontlines and beyond! Start your mission today.
— Akshay Kumar (@akshaykumar) January 26, 2021
Download now: https://t.co/8cuWhoq2JJ#HappyRepublicDay #FAUG @BharatKeVeer pic.twitter.com/uH72H9W7TI
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজের আত্মনির্ভর অভিযান শুরু করতে 'ফৌজি' গেমটি আনার কথা টুইটারে ঘোষণা করেন অক্ষয়। তিনি গত সেপ্টেম্বর মাসে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভরতার অভিযানকে সমর্থন করে গর্বের সঙ্গে নির্ভীক আর ঐক্যবদ্ধ প্রহরীদের FAU-G অ্যাকশন গেমটি আনছি। বিনোদনের পাশাপাশি খেলোয়াড়রা আমাদেরে সেনার আত্মবলিদান সম্পর্কেও জানতে পারবেন। গেম থেকে আসা লাভের ২০ শতাংশ ‘ভারত কে বীর’ ট্রাস্টে যাবে।
Leave A Comment