কৃষক আন্দোলনে দিল্লিতে অশান্তি, জরুরি বৈঠকে অমিত শাহ
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ট্রাক্টর মিছিলের জেরে কৃষকদের আন্দোলনে উত্তাল দিল্লি। মেট্রো থেকে ইন্টারনেট সমস্ত পরিষেবা সাময়িকের জন্য বন্ধ রয়েছে। আর অশান্তির আঁচ বাড়ছে দেখেই জরুরি বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিজের বাসভবনেই স্বরাষ্ট্রসচিব অজয় ভার্লা ও দিল্লি পুলিশের কমিশনার এস এন শ্রীবাস্তবের সঙ্গে জরুরি বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্রের খবর, এদিন রাতের মধ্যেই দিল্লির বিভিন্ন প্রান্তে ১৫ কম্পানি আধা সামরিক বাহিনী নামানোর সিদ্ধান্তে যেতে পারে স্বরাষ্ট্রমন্ত্রক। উচ্চপদস্থ কর্তারা প্রাথমিকভাবে তদন্তের রিপোর্ট হাতে তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। সূত্রের খবর, এখনও পর্যন্ত অমিত শাহের সঙ্গে দীর্ঘ আলোচনা চলছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দিল্লির এই আন্দোলনের বিষয়ে তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটিও গড়তে পারে স্বরাষ্ট্রমন্ত্রক।
কৃষক বিক্ষোভে প্রজাতন্ত্র দিবসের দিন উত্তাল হয়েছে রাজধানী। মঙ্গলবার এই বিক্ষোভ চলাকালীনই মৃত্যু হয়েছে এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে দিল্লির দীন দয়াল উপাধ্যায় মার্গে। জানা গিয়েছে, দীনদয়াল উপাধ্যায় মার্গে ঢোকার মুখে তাঁদের পথ আটকায় পুলিশ। এমনকি গুলিও চালানো হয় বলে অভিযোগ। পুলিশ গুলি চালানোর একটি গুলি এসে ট্রাক্টরে লাগলে ট্রাক্টরটি উল্টে যায়। যারফলে মৃত্যু হয়ে এক প্রতিবাদী কৃষকের।
প্রজাতন্ত্র দিবসের সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কা করেই বিক্ষোভে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এরপর কৃষকরা লাঠিচার্জের পাল্টা জবাব দিলে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী।
হিংসা ভয়াবহ আকার ধারন করলে দিল্লির উত্তর ও পূর্বাংশের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গার সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় পুলিশ। স্তব্ধ করে দেওয়া হয় দিল্লি-দ্বারকা মেট্রো পরিষেবাও। পাশাপাশি রাজধানীর ৫ জায়গাতেও বন্ধ করে দেওয়া ইন্টারনেট সংযোগ। মধ্যে থেকে উত্তর পূর্ব দিল্লির সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে।
ট্রাক্টর মিছিল করে ব্যারিকেড ভেঙে লালকেল্লায় ঢুকে পড়েন আন্দোলকারী কৃষকেরা। সেখানে একাধিক স্তম্ভের মাথায় কৃষক সংগঠনের পতাকা ঝুলিয়ে দেন। কেল্লার সামনের খুঁটি বেয়ে উঠে পতাকা টাঙিয়ে দিতে দেখা যায় এক আন্দোলনকারীকে। সেই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চরমে ওঠে। কৃষকদের শান্তিপূর্ণ মিছিল হিংসাত্মক আকার ধারণ করায় উদ্বিগ্ন রাজনৈতিকমহল।
উল্লেখ্য মঙ্গলবার সকালে প্রজাতন্ত্রের দিবসে দুপুর ১২ টার পর দিল্লিতে প্রবেশের অনুমতি দিয়েছিল পুলিশ। কিন্তু সেই অনুমতির তোয়াক্কা না করেই সিঙ্ঘু ও টিকরি বর্ডার অতিক্রম করে, সকাল আটটায় দিল্লিতে ঢুকে পড়ে কৃষকদের ট্রাক্টর বাহিনী।
জানা গিয়েছে, এদিন বিক্ষোভ চরম আকার ধারন করলে উন্মত্ত কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস চালায় পুলিশ। বন্ধ করে দেওয়া শহরের ব্যস্ততম সড়কগুলিকে।
Leave A Comment