ভোটের মুখে CAA বিরোধীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার রাজ্যের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কেরালায় বিধানসভা ভোট আসন্ন। তার আগে নাগরিকপঞ্জী আইন বা ‘সিএএ’র বিরোধীদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করে নিল কেরল সরকার। শুধুমাত্র ‘সিএএ’ বিরোধীরাই নয় শবরীমালা আন্দোলনে অভিযুক্তদের বিরুদ্ধেও মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল পিনারাই বিজয়ন সরকার। ওই সমস্ত অভিযোগ ‘গুরুতর অপরাধ’র আওতায় পড়ে না বলে জানানো হয়েছে কেরল সরকারের তরফে।
কেরল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৮-১৯ সালে কেরলের বিভিন্ন জেলায় শবরীমালা আন্দোলনের জন্য প্রায় ২০০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল বিজয়ন সরকার। শবরীমাল আন্দোলনের সময়ে নায়ার সার্ভিস সোসাইটি নামক সাম্প্রদায়িক সংগঠন মুখ্য ভূমিকা পালন করেছিল। ওই সংগঠনের পক্ষ থেকে আগেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আর্জি জানানো হয়েছিল কেরলের বাম সরকারের কাছে। এবার সেই বিষয়েই সিদ্ধান্ত নিল বিজয়ন সরকার।
এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দল তথা কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা জানান,’ আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। দেরীতে হলেও জ্ঞান ফিরেছে সরকারের। আমি প্রথম দিন থেকেই সিএএ বিরোধীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে এসেছি।‘
কেরলের এক মন্ত্রীর কথায়, ‘শবরীমালা আন্দোলনে দু’ধরনের মানুষ জড়িত ছিল। এক যে অভিযুক্তরা সরকারের কাছে নিজের দোষ স্বীকার করেছেন তাঁদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।‘
বাংলা, অসম,পুদুচেরীর পাশপাশি কেরলেও ভোট আসন্ন। বেশকিছুদিন ধরেই শাসক বামজোট ছেড়ে কংগ্রেসের ইউডিএফ জোটে যোগ দিয়েছেন বেশ কয়েকজন বিধায়ক। যাতে চাপে পড়তে হয় মুখ্যমন্ত্রী বিজয়নের এলডিএফকে। এবার ভোটের মুখে সেই অস্বস্তি আর না বাড়াতেই ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই কেরলের বাম নেতৃত্ব ওই সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।
কেরল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৮-১৯ সালে কেরলের বিভিন্ন জেলায় শবরীমালা আন্দোলনের জন্য প্রায় ২০০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল বিজয়ন সরকার। শবরীমাল আন্দোলনের সময়ে নায়ার সার্ভিস সোসাইটি নামক সাম্প্রদায়িক সংগঠন মুখ্য ভূমিকা পালন করেছিল। ওই সংগঠনের পক্ষ থেকে আগেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আর্জি জানানো হয়েছিল কেরলের বাম সরকারের কাছে। এবার সেই বিষয়েই সিদ্ধান্ত নিল বিজয়ন সরকার।
এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দল তথা কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা জানান,’ আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। দেরীতে হলেও জ্ঞান ফিরেছে সরকারের। আমি প্রথম দিন থেকেই সিএএ বিরোধীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে এসেছি।‘
কেরলের এক মন্ত্রীর কথায়, ‘শবরীমালা আন্দোলনে দু’ধরনের মানুষ জড়িত ছিল। এক যে অভিযুক্তরা সরকারের কাছে নিজের দোষ স্বীকার করেছেন তাঁদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।‘
বাংলা, অসম,পুদুচেরীর পাশপাশি কেরলেও ভোট আসন্ন। বেশকিছুদিন ধরেই শাসক বামজোট ছেড়ে কংগ্রেসের ইউডিএফ জোটে যোগ দিয়েছেন বেশ কয়েকজন বিধায়ক। যাতে চাপে পড়তে হয় মুখ্যমন্ত্রী বিজয়নের এলডিএফকে। এবার ভোটের মুখে সেই অস্বস্তি আর না বাড়াতেই ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই কেরলের বাম নেতৃত্ব ওই সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।
More News:
20th April 2021
20th April 2021
নষ্ট ৪৪ লক্ষের বেশি ডোজ, ভ্যাকসিনের ডোজ নষ্টে শীর্ষে তামিলনাড়ু
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
বহুতলে দ্রুত ছড়াচ্ছে করোনা, আক্রান্ত ৫ বছরের কম বয়সী বহু শিশু
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
Leave A Comment