প্রজাতন্ত্র দিবসেই অযোধ্যার মসজিদের শিলান্যাস
Share Link:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অযোধ্যায় মসজিদের শিলান্যাস হল। মসজিদ কমিটির তরফে আগেই জানানো হয়েছিল আজ অর্থাৎ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন তারা এই শুভসূচনা করা হবে। এরই সঙ্গে কথামতো মসজিদের জমিতে দেশ-বিদেশ থেকে আগত চারা গাছ পোঁতাও হয়েছে বলে খবর।
২০১৯ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অযোধ্যায় রামমন্দিরের পাশাপাশি সরকারের দেওয়া ৫ একর জমিতেই মসজিদ কমিটিকে জমি দিতে হবে। ইন্দো-ইসলামিক কালচার ফাউন্ডেশনের সদস্যরা এদিন মসজিদের শিলান্যাস করেছেন বলে জানা গিয়েছে। অযোধ্যায় ধনীপুর গ্রামে এই মসজিদ নির্মাণ হবে যার থেকে মাত্র ৫ কিলোমিটার দূরেই রয়েছে রামমন্দির।
এদিন সকাল ৮.৪৫ নাগাদ কমিটির প্রধান জাতীয় পতাকা উত্তোলন করেন মসজিদের জমিতে। কমিটির সমস্ত ১২ জন সদস্যরা গাছও পোঁতেন এদিন। এই বিষয়ে সংবাদমাধ্যমকে মসজিদ কমিটির প্রধান জানিয়েছেন, আমরা এই জমির পরীক্ষার কাজ শুরু করে দিয়েছি। সুতরাং আপনারা বলতেই পারেন মসজিদের টেকনিক্যাল কাজ শুরু হয়ে গিয়েছে। এরপর আমরা ম্যাপ অনুযায়ী নির্মাণ কাজ শুরু করে দেব খুব শীঘ্রই। দেশ-বিদেশের নানা প্রান্তে আমরা মসজিদ নির্মাণের জন্য আর্থিক সাহায্য চেয়েছি। সেই সংক্রান্ত অনুদান আসতে শুরু হয়েছে ইতিমধ্যেই।
সূত্রের খবর, এই মসজিদের প্রথম পর্যায়ের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। প্রথম অংশে মসজিদের সঙ্গে একটি হাসপাতাল তৈরি হবে, বলে জানা গিয়েছে। এই হাসপাতালেই একটি কমিউনিটি কিচেন নির্মাণ করা হবে যেখানে রোজ ১০০০ জনের জন্য পুষ্টিকর খাবার বানানো হবে। এই এলাকায় অপুষ্টির জন্য ভুগতে থাকা মানুষদের কথা ভেবেই বেশকিছু পদক্ষেপ নেওয়া হবে।
Leave A Comment