মোদি রাজ্যের পুরভোটে বড় জয়ের মুখে বিজেপি
Share Link:

নিজস্ব প্রতিনিধি: মুখ পুড়েছিল পঞ্জাবে। দিন দু-তিন আগেই। সবাই বলছিল কৃষি আন্দোলনের জেরেই ধাক্কা এসেছে পঞ্চনদের দেশে। কিন্তু এদিন দেখা গেল মরুপ্রান্তর পেরিয়ে পঞ্জাবের রেশ এসে পৌঁছাল না মোদি রাজ্যে। করোনা আবহে গুজরাতের ৬টি পুরসভায় নির্বাচনের পর এদিন সকাল থেকে শুরু হয়েছে গণনা। আর যে ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে এই পুরনির্বাচনে বড়মাপের জয়ের মুখ দেখতে চলেছে বিজেপি। মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গণনা শুরু হলে দেখা যায় ৬টি পুরসভার ৫৭৬টি আসনের মধ্যে ২৩৬টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। বেলা ১২টা পর্যন্ত গণনায় মাত্র ৪৯টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।
গত ২২ ফেব্রুয়ারি, আমেদাবাদ ও ভদোদরা-সহ গুজরাতের মোট ছয়টি পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেদিন ভোট হয়েছিল রাজকোট, সুরাট, ভাবনগর ও জামনগরেও। অহমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৯২টি আসনে গণনা চলছে। ৮০টি আসনের এগিয়ে রয়েছে বিজেপি। মাত্র ১৫টি আসন পেয়েছে কংগ্রেস। ভাবনগরে ৫২ টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ২০টি আসনে। মাত্র সাতটি আসনে ভোট পেয়েছে কংগ্রেস। ভদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৭৬টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৩০টিতে। কংগ্রেস ৮টিতে। সুরাটে ১২০টি আসনের মধ্যে ৪৫টি আসনে লিড করছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ১০টিতে। রাজকোটে ৭২টি আসনের মধ্যে ৩০টিতে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস মাত্র ৮টিতে।
Gujarat: Counting of votes for local body polls underway in Ahmedabad pic.twitter.com/K8Q4xxyrMp
— ANI (@ANI) February 23, 2021
এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, রবিবার সকাল আটটা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোটপর্ব চলেছে। এই নির্বাচনে ভোট পড়েছে ৮৬ শতাংশের কিছু বেশি। তুলনামূলকভাবে ভোট কম পড়েছে আমেদাবাদে। এদিন নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, ছটি শহরের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১ কোটি ১৪ লক্ষ। আগামী ২৮ ফেব্রুয়ারি গুজরাতের ৮১ টি পুরসভা, ৩১ টি জেলা পঞ্চায়েত ও ২৩১ টি তালুক পঞ্চায়েতে ভোটপর্ব চলবে।
More News:
রাহুলের 'মত্স্য মন্ত্রক' নিয়ে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
Leave A Comment