১১ বিধায়ককে ছেঁটে ফেলল বিজেপি শীর্ষ নেতৃত্ব
Share Link:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: প্রত্যাশামতোই গত বিধানসভায় দলীয় টিকিটে নির্বাচিত ১১ বিধায়ককে ছেঁটে ফেলল বিজেপি শীর্ষ নেতৃত্ব। আসন্ন ভোটে তাঁদের আর প্রার্থী করা হয়নি। বাদ পড়া বিধায়করা ইতিমধ্যেই দলের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ। অনেকেই কংগ্রেস নেতৃত্বাধীন জোটে সামিল হওয়ার জন্য তদ্বির শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, অসমের ডিফ্যাক্টো মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত হেমন্ত বিশ্বশর্মার সুপারিশেই ওই বিধায়কদের ছেঁটে ফেলে বাইরের দরজা দেখিয়ে দিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা।
শুক্রবার অসম বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রথম দফায় ৭০ বিধানসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আর সেই তালিকায় ঠাঁই হয়নি গত বিধানসভা নির্বাচনে জয়ী ১১ বিধায়কের। তার মধ্যে একজন বর্তমান মন্ত্রিসভার সদস্য। যে ১১ বিধায়কের কপাল পুড়েছে তাঁরা হলেন, ঋতুপর্ণা বড়ুয়া (লাহোয়াল), অমরচাঁদ জৈন (কাটিগোরাহ), অশোক শর্মা (নলবাড়ি), জয়রাম ইংলেঙ্গ (হাওড়াঘাট), মানসিং রংপি (বৈথালাংশু), বি বি হাগজের (হাফলং), দিলীপ পাল (শিলচর), কিশোর নাথ (বড়খোলা), দেবানন্দ হাজারিকা (বিহপুরিয়া), নবনীতা হান্ডিক (সোনারি) ও পার্বত্য বিষয়ক উন্নয়ন মন্ত্রী সাম রংহাঙ।
নলবাড়ি আসনে বিজেপির প্রার্থী হয়েছেন অসম পর্যটন উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান জয়ন্ত মল্ল বড়ুয়া। প্রাক্তন কংগ্রেস নেতা বড়ুয়া রাজ্যের প্রভাবশালী মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। হাওড়াঘাট আসনে জয়রাম ইংলেঙ্গের পরিবর্তে যাঁকে দাঁড় করানো হয়েছে সেই দোরসিং রংহাঙ প্রাক্তন বামপন্থী নেতা। বছর কয়েক আগেই বিজেপিতে নাম লিখিয়েছেন তিনি।
বরাক উপত্যকার শিলচরে চলতি বিধানসভার উপাধ্যক্ষ দিলীপ পালের পরিবর্তে প্রার্থী করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী দ্বৈপায়ন চক্রবর্তীকে। আর বড়খোলা আসনে কিশোর নাথের পরিবর্তে প্রার্থী হয়েছেন আরএসএসের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত অমলেন্দু দাস।
সদ্য রাজনৈতিক ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানো দুই প্রাক্তন মন্ত্রীও দলবদলের পুরস্কার পেয়েছেন। তার মধ্যে গৌতম রায় দাঁড়িয়েছেন কাটিগোরাহ আসনে আর অজন্তা নেওগ প্রার্থী হয়েছেন গোলাঘাটা আসনে।
শুক্রবার অসম বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রথম দফায় ৭০ বিধানসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আর সেই তালিকায় ঠাঁই হয়নি গত বিধানসভা নির্বাচনে জয়ী ১১ বিধায়কের। তার মধ্যে একজন বর্তমান মন্ত্রিসভার সদস্য। যে ১১ বিধায়কের কপাল পুড়েছে তাঁরা হলেন, ঋতুপর্ণা বড়ুয়া (লাহোয়াল), অমরচাঁদ জৈন (কাটিগোরাহ), অশোক শর্মা (নলবাড়ি), জয়রাম ইংলেঙ্গ (হাওড়াঘাট), মানসিং রংপি (বৈথালাংশু), বি বি হাগজের (হাফলং), দিলীপ পাল (শিলচর), কিশোর নাথ (বড়খোলা), দেবানন্দ হাজারিকা (বিহপুরিয়া), নবনীতা হান্ডিক (সোনারি) ও পার্বত্য বিষয়ক উন্নয়ন মন্ত্রী সাম রংহাঙ।
নলবাড়ি আসনে বিজেপির প্রার্থী হয়েছেন অসম পর্যটন উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান জয়ন্ত মল্ল বড়ুয়া। প্রাক্তন কংগ্রেস নেতা বড়ুয়া রাজ্যের প্রভাবশালী মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। হাওড়াঘাট আসনে জয়রাম ইংলেঙ্গের পরিবর্তে যাঁকে দাঁড় করানো হয়েছে সেই দোরসিং রংহাঙ প্রাক্তন বামপন্থী নেতা। বছর কয়েক আগেই বিজেপিতে নাম লিখিয়েছেন তিনি।
বরাক উপত্যকার শিলচরে চলতি বিধানসভার উপাধ্যক্ষ দিলীপ পালের পরিবর্তে প্রার্থী করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী দ্বৈপায়ন চক্রবর্তীকে। আর বড়খোলা আসনে কিশোর নাথের পরিবর্তে প্রার্থী হয়েছেন আরএসএসের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত অমলেন্দু দাস।
সদ্য রাজনৈতিক ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানো দুই প্রাক্তন মন্ত্রীও দলবদলের পুরস্কার পেয়েছেন। তার মধ্যে গৌতম রায় দাঁড়িয়েছেন কাটিগোরাহ আসনে আর অজন্তা নেওগ প্রার্থী হয়েছেন গোলাঘাটা আসনে।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
'সাবধানে থাকুন, কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ আগামী তিন সপ্তাহ'
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
নষ্ট ৪৪ লক্ষের বেশি ডোজ, ভ্যাকসিনের ডোজ নষ্টে শীর্ষে তামিলনাড়ু
20th April 2021
20th April 2021
Leave A Comment