বিহারে আরজেডি বিধায়কদের ভাঙানোর হুমকি বিজেপি নেতার
Share Link:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর রাখঢাক রেখে নয়। এবার সরাসরিই লালুপ্রসাদ যাদবের দল আরজেডি’র বিধায়কদের ভাঙ্গিয়ে নেওয়ার কথা জানিয়ে দিলেন বিহারে বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। রবিবার পটনায় দলের পদাধিকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি আরজেডি নেতা তেজস্বী যাদবকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, ‘মকর সংক্রান্তি শেষেই আরজেডিতে ভাঙ্গন ধরবে। আরজেডি বিধায়করা দল ছেড়ে বেরিয়ে আসবে। ক্ষমতা থাকলে দলের ভাঙ্গন রোধ করুন।’
যদিও ভূপেন্দ্র যাদবের হুমকিকে পাত্তাই দিচ্ছেন না আরজেডির শীর্ষ নেতারা। দলের অন্যতম মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি পাল্টা হুমকি দিয়ে বলেছেন, ‘খর মাসের পরে অর্থাৎ মকর সংক্রান্তির পরে আরজেডিতে ভাঙ্গন ধরানোর হুমকি দিচ্ছেন বিজেপি নেতারা। আমরা বলছি, মকর সংক্রান্তি পর্যন্ত অপেক্ষা করা হবে না। তার আগেই খেল খতম করে দেব। নীতীশ কুমারের সরকারের পতন ঘটাব।’
গত নভেম্বর মাসে বরাত জোরে এনডিএ পাটলিপুত্রের কুর্সি দখল করতে সক্ষম হলেও, সব কিছু যে ঠিকঠাক চলছে না, তা মাস দুয়েক ধরেই বোঝা যাচ্ছে। বিজেপি নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দর কষাকষির জেরে এখনও পর্যন্ত মন্ত্রিসভার সম্প্রসারণ করা সম্ভব হয়নি। আর মন্ত্রিসভার সম্প্রসারণ না হওয়ার দায় বিজেপি নেতৃত্বের কাঁধেই চাপিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর দুই দলের মধ্যে এমন মতান্তরের সুযোগ নিয়ে জেডিইউতে ভাঙ্গন ধরিয়ে এনডিএ সরকারের পতন ঘটানোর জন্য আদাজল খেয়ে মাঠে নেমেছেন আরজেডি নেতৃত্ব। ফলে এক অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি চলছে।
তার মধ্যেই বিহার বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের মন্তব্য হইচই ফেলে দিয়েছে। রবিবার সরাসরিই তিনি আরজেডি বিধায়ক দলে ভাঙ্গন ধরানোর হুমকি দিয়েছেন। রবিবার পটনায় দলীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘অনেক আরজেডি বিধায়ক দলে যে পরিবারতন্ত্র চলছে, তা থেকে মুক্তি পেতে চাইছেন। খর মাস কেটে গেলেই অর্থাৎ মকর সংক্রান্তি পেরিয়ে গেলেই তাঁরা দল ছেড়ে দেবেন। তেজস্বী যাদবকে সরাসরিই বলছি, এনডিএ’তে ভাঙ্গন ধরানোর স্বপ্ন না দেখে পারেন যদি নিজের দলকে অটুট রাখুন।’
যদিও ভূপেন্দ্র যাদবের হুমকিকে পাত্তাই দিচ্ছেন না আরজেডির শীর্ষ নেতারা। দলের অন্যতম মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি পাল্টা হুমকি দিয়ে বলেছেন, ‘খর মাসের পরে অর্থাৎ মকর সংক্রান্তির পরে আরজেডিতে ভাঙ্গন ধরানোর হুমকি দিচ্ছেন বিজেপি নেতারা। আমরা বলছি, মকর সংক্রান্তি পর্যন্ত অপেক্ষা করা হবে না। তার আগেই খেল খতম করে দেব। নীতীশ কুমারের সরকারের পতন ঘটাব।’
গত নভেম্বর মাসে বরাত জোরে এনডিএ পাটলিপুত্রের কুর্সি দখল করতে সক্ষম হলেও, সব কিছু যে ঠিকঠাক চলছে না, তা মাস দুয়েক ধরেই বোঝা যাচ্ছে। বিজেপি নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দর কষাকষির জেরে এখনও পর্যন্ত মন্ত্রিসভার সম্প্রসারণ করা সম্ভব হয়নি। আর মন্ত্রিসভার সম্প্রসারণ না হওয়ার দায় বিজেপি নেতৃত্বের কাঁধেই চাপিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর দুই দলের মধ্যে এমন মতান্তরের সুযোগ নিয়ে জেডিইউতে ভাঙ্গন ধরিয়ে এনডিএ সরকারের পতন ঘটানোর জন্য আদাজল খেয়ে মাঠে নেমেছেন আরজেডি নেতৃত্ব। ফলে এক অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি চলছে।
তার মধ্যেই বিহার বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের মন্তব্য হইচই ফেলে দিয়েছে। রবিবার সরাসরিই তিনি আরজেডি বিধায়ক দলে ভাঙ্গন ধরানোর হুমকি দিয়েছেন। রবিবার পটনায় দলীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘অনেক আরজেডি বিধায়ক দলে যে পরিবারতন্ত্র চলছে, তা থেকে মুক্তি পেতে চাইছেন। খর মাস কেটে গেলেই অর্থাৎ মকর সংক্রান্তি পেরিয়ে গেলেই তাঁরা দল ছেড়ে দেবেন। তেজস্বী যাদবকে সরাসরিই বলছি, এনডিএ’তে ভাঙ্গন ধরানোর স্বপ্ন না দেখে পারেন যদি নিজের দলকে অটুট রাখুন।’
More News:
20th January 2021
20th January 2021
20th January 2021
20th January 2021
20th January 2021
ট্রাক্টর মিছিল রুখতে মামলা প্রত্যাহার করুক কেন্দ্র, সুপ্রিম আহ্বান
20th January 2021
20th January 2021
20th January 2021
'তাণ্ডব' নিয়ে তদন্ত করতে মুম্বই পৌঁছাল যোগীর পুলিশ, শুরু জিজ্ঞাসাবাদ
20th January 2021
20th January 2021
ট্রাক্টর র্যালি নিয়ে পুলিশের কর্তাদের সঙ্গে আলোচনায় বসছেন কৃষকেরা
Leave A Comment