ট্রাক্টর মিছিল রুখতে মামলা প্রত্যাহার করুক কেন্দ্র, সুপ্রিম আহ্বান
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাস্তায় ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলি। তারপরেই সেই ট্রাক্টর মিছিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র।
গত প্রায় দুমাস যাবৎ দিল্লি সংলগ্ন সিংঘু সীমান্তে প্রতিবাদে সামিল হয়েছিলেন পাঞ্জাব, হরিয়ানা থেকে আগত কৃষকেরা। তাদের একটাই দাবি যেকোনও ভাবেই হোক কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিল করতে হবে। কিন্তু লাগাতার প্রতিবাদেও প্রভাবিত করা যায়নি কেন্দ্রকে। ৯ দফা বৈঠকেও মেলেনি কোনও রফাসূত্র।
পাশাপাশি কৃষক সংগঠনগুলিওর দাবি ছিল কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে ২৬ শে জানুয়ারি রাজধানীর বুকে ট্রাক্টর মিছিল করবে তাঁর জন্য অনুমতি দিতে হবে। সেই ট্রাক্টর মিছিলের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা করে মোদি সরকার। বুধবার কেন্দ্রের করা সেই মামলাই খারিজ করার আহ্ববান জানাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে, এএস বোপান্না এবং আর.ডি রামসুব্রমনিয়ামের ডিভিশন বেঞ্চ।
এদিন মামলার শুনানি চলাকালীন উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর এই বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত কোনও হস্তক্ষেপ করবে না বলেই পরিষ্কার জানিয়ে দেন ডিভিশন বেঞ্চ। পাশাপাশি কেন্দ্রীয় সরকার রাজধানীর বুকে এই মিছিল রুখতে জন্য আদালতে যে মামলা করেছিল সেটিও ফিরিয়ে নিতে আহ্বান জানালেন বিচারপতিরা । পাশাপাশি মিছিল আটকানোর অনুমতি চেয়ে দিল্লি পুলিশের তরফে যে আবেদন করা হয়েছিল অনুমতি দিলেন সেটি প্রত্যাহার করে নেওয়ারও।
অন্যদিকে, কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনা চালানোর জন্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে বিশেষজ্ঞ কমিটি গড়ে দেওয়া হয়েছিল সেই কমিটির সদস্যদের সরিয়ে দেওয়ার জন্য কৃষকদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। বুধবার সেই বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
প্রসঙ্গত উল্লেখ্য, ২৬ জানুয়ারি রাজধানীতে ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, এই যুক্তি দেখিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই সর্বোচ্চ আদালত জানিয়েছিল , এই বিষয়টি সম্পূর্ণই আইন –শৃঙ্খলার বিষয়। আর আইন-শৃঙ্খলা বজায় রাখার অধিকার রয়েছে দিল্লি পুলিশের।
সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে রফাসূত্র খুজতে দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কৃষক নেতারা। এবার কেন্দ্রের করা সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা হলেও অক্সিজেন পেল কৃষক সংগঠনগুলির প্রতিবাদ। এমনটাই মনে করছে রাজনৈতিকমহল।
More News:
রাহুলের 'মত্স্য মন্ত্রক' নিয়ে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
Leave A Comment